কলকাতা 

বামফ্রন্ট সরকারের শেষ তিন বছরের কাজ ও তৃণমূল সরকারের আট বছরের কাজের পর্যালোচনা করতে সোমবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাম আমলের শেষ তিন বছরে যে কাজ হয়েছিল তার সঙ্গে সংগতি রেখে মমতা সরকারের আট বছরে কী কাজ হয়েছে তা খতিয়ে দেখার জন্য সব দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।আগামী কাল সোমবার নবান্নে এই বৈঠক হওয়ার কথা ।

মমতা  সরকারের গত আট বছরের কাজের খতিয়ান পর্যালোচনা করে দেখবেন  মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেওয়া সিদ্ধান্তের পাশাপাশি বামেদের আমলের নানা সিদ্ধান্ত নিয়েও এদিন পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বাম সরকারের আমলের শেষ তিন বছরের কাজের খতিয়ানের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমলে কাজের তুলনাও এদিন উঠে আসবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আলোচনায়। সূত্রের খবর, এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আগামীর বিধানসভা ভোটকেই পাখির চোখ করে রাখতে চাইছেন মমতা।

লোকসভা ভোটে ২২-১৮ এর সমীকরণ এখনও মেনে নিতে পারছে না তৃণমূল শিবির। তাই প্রশাসনিক স্তরে শাসকদলের খামতি কোথাও থেকে গিয়েছে কি না, তা জানতে মরিয়া মুখ্যমন্ত্রী। গোটা রিপোর্ট ঘিরে মুখ্যমন্ত্রীর নিজস্ব বিশ্লেষণও এদিন উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে এটা স্পস্ট যে বামফ্রন্ট শেষ তিন বছরে যে কাজ করেছিল তার সঙ্গে মমতা সরকারের আট বছরের তুলনা করা হচ্ছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven − 3 =