কলকাতা 

সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ-অবরোধ কর্মসূচি , খোদ কলকাতায় বিক্ষোভে জেরে নাকাল অফিস যাত্রীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  বসিরহাটের  সন্দেশখালির ন্যাজাটে দুই বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে এবার রাস্তায় আন্দোলনে নামছে বিজেপি। এদিন মুকুল রায় ও দিলীপ ঘোষের নেতৃত্বে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে যান বিজেপির এক প্রতিনিধি দল ।এদিকে, এই ঘটনাকে সামনে রেখে  রাজ্য জুড়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিজেপির বিক্ষোভ কর্মসুচি শুরু হয়ে গিয়েছে। অশোকনগর ও বাঁকুড়ায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। এদিকে, গোটা ঘটনা ঘিরে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

শুধুমাত্র, জেলায় নয় সারা কলকাতা জুড়েও একাধিক জায়গায় রীতিমতো বিক্ষোভের মেজাজে ধরনা কর্মসূচি নিয়েছে বিজেপি। দুপুর আড়াইটেয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ এক ঘণ্টার অবরোধ করা হয়। এরপর দুপুর ৩ থেকে সাড়ে তিনটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক হাজরাতে বিজেপির অবরোধ কর্মসূচি চলে। প্রসঙ্গত, বসিরহাটের ঘটনা ঘিরে রাজ্যজুড়ে তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। এমন পরিস্থিতি ঘিরে শান্তির আবব ধরে রাখার বার্তা দিয়েছেন এলাকার সাংসদ নুসরত জাহান। অন্যদিকে, এলাকার বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের নেতৃত্বাধীন গুণ্ডা শেখ শাহজাহানের জন্যই এলাকায় অশান্তি ছড়াচ্ছে । প্রসঙ্গত, এলাকায় আপাতত নিখোঁজ শাহজাহান। খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপি কর্মী দেবদাস মণ্ডলকেও।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × three =