দেশ 

আদবানী-যোশী-সুষমা কী রাজ্যসভার সাংসদ হচ্ছেন ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  লোকসভা ভোটে দল প্রার্থী করেনি । দল বলতে এখানে অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে বোঝায় । তাঁরা দলের অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদবানী , মুরলীমনোহর যোশীকে নির্বাচনে প্রার্থী করেননি । ভোটের ফল বের হওয়ার পর আবার বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি দল ও মোদী । তাই আগের তিক্ত সম্পর্ক অতীত । বিজেপি দল সিদ্ধান্ত নিয়েছে আদবানী , যোশী এবং সুষমা স্বরাজকে রাজ্যসভায় আনতে চাইছে । দলের কিছু নেতা এই প্রস্তাব দিয়েছেন বলে শোনা যাচ্ছে । কারণ দলের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে , ৭৫ বছরের বেশি বয়সের কাউকে লোকসভায় প্রার্থী করা হবে না । তবে রাজ্যসভায় প্রার্থী করার ক্ষেত্রে এরকম কোনো বিধি নিষেধ দলে নেই ।

জানা গেছে ,এই তিন নেতানেত্রীকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে এ সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে বিজেপি ৩০৩ টি আসন দখল করেছে। দলের সভাপতি অমিত শাহ হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে বিজেপির সংগঠনের রদবদল আসন্ন।
২০১৯-এর নির্বাচনের আগে এলকে আডবাণী এবং মুরলিমনোহর যোশী নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি, তাঁদের রাজ্যসভায় পাঠানো হবে। ২০১৪-তে তাঁদেরকে বিজেপির পরামর্শদাতা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আডবাণীর বয়স ৯০ পেরিয়ে গিয়েছে। অন্যদিকে, দেশের প্রাক্তন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর বয়স ৮৫-র বেশি।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × four =