দেশ 

কংগ্রেস দলে তীব্র অন্তঃকলহ ; ছেলের হারের জন্য সচিন পায়লটকে দায়ী করলেন অশোক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের । আর এই ভরাডুবির দায় ‍স্বীকার করে নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পদত্যাগ করেছেন । তিনি আর ওই পদে থাকতে চাইছেন না । যদিও তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে স্পষ্ট বলে দেন দলের হারের দায় নিজে নিলেও দলের প্রবীণ নেতারা তাঁদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না । বেশ কয়েকজন নেতার কাজকর্ম তিনি প্রকাশ্যে বলেছেন এবং তা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন । এই ঘটনার জের কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে চলে এল সেই অসন্তোষের কাহিনী ।

এবিপি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অভিযোগ করেছেন , ‘‘জোধপুর আসন থেকে আমরা বড় ব্যবধানে জিতব, বলেছিলেন সচিন। ওখানে ৬ জন বিধায়ক আছেন আমাদের দলের। তা ছাড়া, প্রচারও খুব ভালো হয়েছে। তবু আমরা জিততে পারিনি। বরং বড় ব্যবধানে হারতে হয়েছে আমাদের। এই হারের দায় সচিনকে নিতে হবে।’’ বিজেপির গজেন্দ্র সিং শেখওয়াত রাজস্থানের  মুখ্যমন্ত্রীর ছেলেকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। অশোক নিজেও ছেলের জন্য একটানা প্রচার করেছিলেন জোধপুরে। তবু আসনটি ধরে রাখতে পারেনি কংগ্রেস। রাজ্যে ক্ষমতায় থেকেও।

Advertisement

কয়েক দিন আগে সচিন পায়লট প্রকাশ্যেই বলেছিলেন, ‘‘বৈভবকে প্রার্থী করার ব্যাপারে হাইকমান্ডকে আমিই রাজি করিয়েছিলাম। অশোক কোনও উদ্যোগ নেননি।’’ সেই কথার প্রেক্ষিতেই অশোক বলেছেন, ‘‘সচিন যখন দলের ভিতরে বলেছিলেন, আমার ছেলের টিকিটের ব্যবস্থা তিনিই করেছেন, তিনিই আমার ছেলেকে বড় জয় এনে দেবেন, তখন আমার ছেলের হারের দায়টাও তো সচিনকেই নিতে হবে।’’ অন্য একটি প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সামগ্রিক ভাবে রাজস্থানে যে শোচনীয় ফল হয়েছে কংগ্রেসের, তার দায় প্রদেশ কংগ্রেস এবং হাইকমান্ডকেই নিতে হবে।’’ কেন তাঁর ছেলে বৈভব হারলেন, রাজস্থানের মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এমন ঘটনা সমস্ত ব্যাখ্যার বাইরে।’’

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten − six =