দেশ 

মোদীর কেন্দ্রে প্রিয়াঙ্কার রোড শো তে জনসমুদ্র ; উত্তরপ্রদেশে কী কংগ্রেসের সুদিন ফিরছে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  উত্তরপ্রদেশে যে কংগ্রেস তার হারিয়ে যাওয়া গৌরব ফের ফিরিয়ে আনতে চলেছে তার প্রমাণ পাওয়া গেল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার রোড শো । প্রধানমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্রে প্রিয়াঙ্কার রোডশোকে ঘিরে যে উন্মাদনা ও উৎসবের মেজাজ চোখে পড়েছে তাতে স্পষ্ট হয়েছে যদি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা এই কেন্দ্রে প্রার্থী হতেন তাহলে মোদীর জেতা কঠিন হত ।

এদিনের রোড শো করেছেন তিনি একেবারে ইন্দিরা গান্ধী আদলে । বারাণসীতে রোড শো করতে গিয়ে কখনও আবার ট্রাক থেকে নীচে নেমে এলেন রাজীব-কন্যা। পায়ে হেঁটে মিশে গেলেন জনতার সঙ্গে। সমর্থকদের উচ্ছ্বাস, মুহুর্মুহু জয়ধ্বনি। তার মধ্যেই কংগ্রেসের এক সমর্থন জ্ঞান হারিয়ে পড়ে গেলেন রাস্তায়। গাড়ি থেকে নেমে তাঁকে দেখতে ছুটলেন তিনি। শেষ পর্বের ভোটের চার দিন আগে এ ভাবেই উত্তরপ্রদেশে কংগ্রেসকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে গেলেন প্রিয়াঙ্কা।

Advertisement

পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব পাওয়া কংগ্রেস সাধারণ সম্পাদকের এই জনসংযোগে দল কতটা চাঙ্গা হল, তা সময়ই বলবে। তবে আজ বিকেলে প্রধানমন্ত্রীর কেন্দ্রে প্রিয়াঙ্কার রোড-শো ঘিরে কংগ্রেসের অনেক কর্মী এতটাই উত্তেজিত ছিলেন যে বিজেপির কয়েকজনের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তাঁরা! রোড শো শুরু হয়েছিল বারাণসীর লঙ্কা গেট থেকে। কিছু ক্ষণ আগে থেকেই সেখানে ভিড় করেছিলেন কংগ্রেস কর্মীরা। ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দিচ্ছিলেন তাঁরা। সেই সময়েই বিজেপির এক কর্মী প্রিয়ঙ্কা ও রবার্ট বঢরার নামে কুকথা বলতে থাকেন। তাতে উত্তেজিত হয়ে পড়েন কংগ্রেস কর্মীদের একাংশ।

বারাণসীর যে পথ দিয়ে রোড শো করেছিলেন মোদী, বুধবার প্রিয়াঙ্কার রোড শোর জন্য সেই পথকেই বেছে নেওয়া হয়েছিল। পাঁচ কিলোমিটার পথের জায়গায় জায়গায় বিজেপি কর্মীরা প্রিয়াঙ্কাকে রাজনৈতিক খোঁচা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। অস্সী এলাকায় ‘নমো এগেন’ টি-শার্ট পরে অপেক্ষা করছিলেন জনা কুড়ি যুবক। নিরাপত্তার কারণেই তাঁদের সেই টি শার্ট খুলতে বাধ্য করায় প্রশাসন। প্রিয়াঙ্কার আজকের রোড শো ঘিরে কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রায় দু’ঘণ্টার রোড শো শেষ হয় কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। প্রচার পর্বের শেষে সেই মন্দির দর্শনে যান প্রিয়ঙ্কা। আজ এই বারাণসীতেই যৌথ প্রচারে আসছেন অখিলেশ-মায়াবতী।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × four =