দেশ 

‘‘মনমোহন সিংহকে নিয়ে হাসিঠাট্টা করতেন মোদী। কিন্তু পাঁচ বছর পরে উনি আর মনমোহন সিংহকে ব্যঙ্গ করেন না, দেশের মানুষ এখন তাঁকে দেখেই হাসে’’ : রাহুল গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শেষ দফায় ভোটের প্রচারে পঞ্জাবের বারগারিতে দাঁড়িয়ে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে মোদীর ব্যঙ্গ করার প্রসঙ্গ টেনে রাহুলের দাবি, এনডিএ সরকারের পাঁচ বছর কেটে যাওয়ার পরে এখন মোদীর দিকে তাকিয়েই গোটা দেশ হাসছে। 

রাহুল বুধবার বলেন, ‘‘মোদী ভাবছেন, এক জনই খালি দেশ চালাতে পারে। তবে দেশ চালানোর আসল মালিক জনতা।’’ ইউপিএ সরকারের সঙ্গে মোদী জমানার তুলনাও টানেন কংগ্রেস সভাপতি। বলেন, ‘‘মনমোহন সিংহকে নিয়ে হাসিঠাট্টা করতেন মোদী। কিন্তু পাঁচ বছর পরে উনি আর মনমোহন সিংহকে ব্যঙ্গ করেন না, দেশের মানুষ এখন তাঁকে দেখেই হাসে।’’

Advertisement

রাহুলের দাবি, নোট বাতিল আর জিএসটির মতো সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন মোদী। তিনি যদি ব্যাপারে মনমোহনের পরামর্শ নিতেন, তা হলে ওই দুটি ধ্বংসাত্মক সিদ্ধান্ত থেকে দেশ বাঁচতে পারতো। এই দুই সিদ্ধান্ত দেশের আর্থিক বৃদ্ধিতে নেতিবাচক ছাপ ফেলতে পারে বলে মনমোহন যে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তা যে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে, তা দাবি করেন রাহুল।

কংগ্রেস জমানায় দেশের অর্থনীতিতে ঘুমন্ত হাতির সঙ্গে তুলনা করেছেন মোদী। সে প্রসঙ্গ টেনে আজ রাহুল পাল্টা প্রশ্ন তোলেন, যখন পঞ্জাবের চাষিরা কঠোর পরিশ্রম করে সবুজ বিপ্লব এনেছিলেন, সে সময়ে কোথায় ছিলেন মোদী? ২০১৪ লোকসভা ভোটের আগে মোদীর দেওয়া প্রতিশ্রুতিগুলি আজও বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ আনেন তিনি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − six =