দেশ 

সুপার সাইক্লোন ফণি বিধ্বংসী রূপে আছড়ে পড়ল ওড়িশা উপকূলে , লন্ডভন্ড ওড়িশা , ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকালই আবহাওয়া দফতর আভাষ শুক্রবারই ফণি আছড়ে পড়বে ওড়িশা উপকূলে । পুরীর মন্দিরে ছোট ধ্বজা হাওয়ায় উড়ে যাওয়ার পর এই ধারনা আরও দৃঢ় হয় যে ঝড় রুদ্র মূর্তি নিয়ে হাজির হতে চলেছে । তারপর আবহাওয়া দফতর রাতেই জানিয়ে আজ সকাল ৮-১২ টার মধ্যে ওড়িশা উপকূলে হাজির হয়ে যাবে ।

কিন্ত দেখা গেল পূর্বাভাসের আগেই ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ‘অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়’ ফণী। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, বিকেল ৩টে নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ফণী। কিন্তু তার আগেই সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ১৯৫ কিলোমিটার বেগে ওড়িশার গোপালপুর এবং পুরীতে আছড়ে পড়ে। ঘূর্ণি আছড়ে পড়ার কিছু সময়ের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় । ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে । তবে উপকূল এলাকা থেকে ওড়িশা সরকার প্রায় ১১ লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে দিয়েছে । ওড়িশার ১০ হাজার গ্রাম এবং ৫২ টি শহরে এই ঝড় তান্ডব দেখা গেছে ।

Advertisement

গত তিন দিন উপগ্রহ চিত্রে গতিবিধির ওপর নজর রাখার পরে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা ১২টা পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালাবে ফণী। তারপর তটরেখা ধরে পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + eighteen =