জেলা 

বাংলায় ফণি আছড়ে পড়ার প্রাক মুহুর্তে রাজ্যবাসীকে অভয়বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণ নেই। তাই একজোট হবে লড়াই করতে হবে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ঘূর্ণিঝড় ফণির আসছে শুনেই রাজ্যে মুখ্যমন্ত্রী ওড়িশার কাছাকাছি খড়গপুরে চলে গেছেন । সেখানের কন্ট্রোলরুম থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই খড়্গপুর থেকেই  রাজ্যবাসীকে দুর্যোগের সতর্ক থাকার অনুরোধ করলেন, একই সঙ্গে আতঙ্কিত না হবার অনুরোধ জানিয়েছেন । তিনি বলেছেন , সরকার ও রাজ্য প্রশাসন সব সময় মানুষের পাশে থাকবে ।

তিনি আরও বলেন ,প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও নিয়ন্ত্রণ নেই। তবে আগাম সতর্কতা অবলম্বন করে ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তৈরি রয়েছে NDRF.

Advertisement

রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন। সতর্ক থাকুন, কিন্তু ভয় পাবেন না। শুক্র ও শনিবার বাড়ির ভিতরেই থাকুন। কাঁচা বাড়িতে থাকবেন না। দরকার হলে স্থানীয় স্কুলে বা সরকারি ভবনে আশ্রয় নিন। বিদ্যুতের খুঁটি থেকে সতর্ক থাকুন।

মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় গাছ পড়ে রাস্তা বন্ধ হলে তা সরানোর জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ দল। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের নিয়ন্ত্রণ নেই। তাই একজোট হবে লড়াই করতে হবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − 4 =