দেশ 

রাফালে অনিল আম্বানীকে সুবিধা দিতে গিয়ে চুক্তির প্রক্রিয়াই বদলে দেয় মোদী সরকার : কংগ্রেস

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার কংগ্রেস নতুন করে সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে অভিযোগ তুলেছে, রাফাল নির্মাতা দাসো ও অনিল অম্বানীর সংস্থাকে সুবিধা করে দিতেই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রক্রিয়া বা ‘ডিফেন্স প্রোকিওরমেন্ট প্রসিডিওর’ বদলে ফেলেছিল মোদী সরকার। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ২০১৫-র এপ্রিলে প্রধানমন্ত্রী মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাদঁ যৌথ বিবৃতি দিয়ে ১২৬টি-র বদলে ৩৬টি বিমান কেনার সিদ্ধান্ত ঘোষণা করেন।

৫ অগস্ট মোদী সরকার চুপিচুপি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রক্রিয়া বদলে ফেলে। যাতে দাসো সংস্থার বিরাট সুবিধা হয়ে যায়। এক, তারা কী ভাবে ও কোন ভারতীয় সংস্থাকে বরাত দেবে তা জানানোর দরকার ছিল না। কোন মাপকাঠিতে ভারতীয় সংস্থাকে ওই বরাত দেওয়া হচ্ছে, তা জানানোরও দরকার পড়েনি।

Advertisement

খেরার অভিযোগ, প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ২০১৩-র ইউপিএ-সরকারের প্রক্রিয়া মেনেই রাফাল কেনা হয়েছে। বাস্তব হল, ২০১৫-তে মোদী সরকার সেই প্রক্রিয়া বদলে ফেলে। মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সেই সিদ্ধান্তে সিলমোহর বসায়। যাতে অনিল অম্বানীর বরাত পেতে সুবিধা হয়।

আজ মোদী এক সাক্ষাৎকারে রাহুল গাঁধীর নাম না করে বলেন, ‘‘গোটা বিরোধী শিবির রাফাল প্রসঙ্গ তুলছে না। এক জন এই প্রসঙ্গ তুলছে। তাঁর দলের লোকেরাও তাঁকে এই বিষয়টি ছেড়ে দিতে বলেছেন। কিন্তু তিনি তাঁর বাবার বফর্স কেলেঙ্কারির কাদা পরিষ্কার করতে চান। ’’


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × one =