দেশ 

রাফাল নিয়ে আজই সুপ্রিম কোর্টের রায় দেওয়ার সম্ভাবনা

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাফাল চুক্তির গোপন ফাইলের নথি চুরি গিয়েছিল বলে সুপ্রিম কোর্টে দাবি করেছিল নরেন্দ্র মোদী সরকার। সেই ‘গোপন নথি’ আদালতে ‘প্রামাণ্য নথি’ হিসেবে গ্রাহ্য হবে কি না, তা নিয়ে বুধবার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট।

এর আগে রাফালে সিবিআই তদন্তের আর্জি সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছিল। তার পরে রাফাল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নোট সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তাতে দেখা যায়, প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি দল যখন ফ্রান্সের সঙ্গে দর কষাকষি করছিল, সে সময়েই প্রধানমন্ত্রীর দফতর সমান্তরাল দর কষাকষি করেছিল।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের অফিসারেরা তাতে আপত্তিও তোলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। ওই নথি নিয়েই সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তদন্ত নাকচ করে দেওয়ার রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন যশবন্ত সিন্হা, অরুণ শৌরি, প্রশান্ত ভূষণরা। সরকারের যুক্তি ছিল, ওই গোপন নোট আদালতে প্রামাণ্য হিসেবে স্বীকৃত হতে পারে না। কারণ মন্ত্রক থেকে ওই ফাইল চুরি গিয়েছে। পরে সরকার জানায়, বেআইনি ভাবে ওই নথি ফোটোকপি করে নেওয়া হয়েছে। তাই আদালত তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে না।

বুধবার পুরনো রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্ট শুধু এইটুকু রায়ই দেবে, ওই নোট প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে কি না। তবে আদালত তা মানলে রায় পুনর্বিবেচনার সম্ভাবনাও অনেকখানি কমে যাবে বলে আইনজীবীদের মত।

 

 

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × three =