কলকাতা 

নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি পালন করেছেন , না মানুষকে মিথ্যা কথা বলেছেন তা জানতে দেখুন তৃণমূলের ” জুমলা মিটার “

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০১৪ সালে মোদী দেশের মানুষকে কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন? তার সবগুলি কি পূরণ হয়েছে?আবার এখন ভোট প্রচারে গিয়ে যে সব কথা বলছেন তার কতটা সত্যি? ২০১৯-এর ভোটের আগে তার পরীক্ষা করতে এ বার দলের ওয়েবসাইটে ‘জুমলা মিটার’ চালু করল তৃণমূল কংগ্রেস। তাতে মোদীর প্রতিশ্রুতি বা বক্তব্য এবং বর্তমান আসল চিত্র তুলনা করে অন্তত ৫০টি বিষয়ের সত্যমিথ্যা যাচাই করা হয়েছে। এবং সবক’টিই মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি তৃণমূলের। মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে নতুন এই ‘জুমলা মিটার’-এর বিষয়ে জানিয়েছেনতৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন। তাঁর দাবি, সব ক্ষেত্রেই মোদী সরকার ‘ফেল’ করেছে।

সোমবারই প্রকাশিত হয়েছে বিজেপির ২০১৯ লোকসভা ভোটের নির্বাচনী ইস্তাহার। কিন্তু ইস্তাহার প্রকাশের পরই কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ তুলেছিল, কৃষি, খাদ্য, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থানের মতো বিষয় এড়িয়ে প্রাধান্য পেয়েছে জাতীয়তাবাদ। একই সঙ্গে ২০১৪ সালে বিজেপি কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা জমা, বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, এ বারের ইস্তাহারে তার উল্লেখও নেই। ফলে বিজেপি তথা মোদীর আগের বারের প্রতিশ্রুতির অধিকাংশই পূরণ হয়নি এবং এ বার ফের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা।এই সূত্রেই আরও এক ধাপ এগিয়ে তৃণমূল চালু করল ‘জুমলা মিটার’।

Advertisement

নিজেদের ওয়েবসাইটে ‘জুমলা মিটার’ নামে আলাদা একটি বিভাগই খুলে ফেলেছে তৃণমূল। তাতে ‘মোদী যা বলেছেন’ তার একটি অংশ। তার ঠিক নীচে রয়েছে ‘সত্য’।দু’টি বিষয়ের নীচে আবার তথ্যসূত্রও দেওয়া হয়েছে। এই দুই বক্তব্যের ডান দিকে রয়েছে একটি মিটার। যার বাঁ দিকে মিথ্যা (ফলস), এবং ডান দিকে সত্য (ট্রু)।মাঝখানে একটি কাঁটা। তার দু’পাশে দু’টি আলাদা রং। নির্দিষ্ট বিভাগে গেলেই ওই কাঁটাটি ঝুঁকে পড়ছে মিথ্যা, অর্থাৎ বাঁ দিকে। কারণ, তৃণমূলের দাবি অনুযায়ী, মোদীর যে সব বক্তব্য বা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে, তার সব ক’টিই মিথ্যা।

একই সঙ্গে এ বারের ভোট প্রচারে গিয়ে যে সব কথা বলেছেন মোদী, সেগুলিও ‘জুমলা মিটার’-এ মেপে নিয়েছে তৃণমূল। সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে মোদী মমতাকে ‘স্পিডব্রেকার দিদি’ বলে কটাক্ষ করেছিলেন। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন, সারদা, নারদা কেলেঙ্কারি নিয়েও। চা বাগানের উন্নয়নে বাধা দেওয়ার খোঁচাও ছিল মোদীর নিশানায়। সেই সব বিষয়ও জুমলা মিটারে ফেলে মেপেছে এ রাজ্যের শাসক দল। সেগুলিরও সব কটির ফল ‘মিথ্যা’, দাবি তৃণমূলের।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 5 =