কলকাতা 

কর্মসংস্থানে অনেক পিছিয়ে রাজ্য এই চিত্র প্রকাশ পেল সমীক্ষায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা সরকার বিগত কয়েক বছর ধরে যে কাজ করেছে, তা আশানুরূপ নয় বলে সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে ।অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমস-এর ২০১৮ সালে রিপোর্টে এমনই সব তথ্য উঠে এসেছে।সমীক্ষায় যে সব বিষয়গুলি উঠে এসেছে , কাজের সুযোগ তৈরি, কৃষি ঋণ প্রাপ্তির সুযোগ তৈরি।

এডিআরের  রিপোর্টে দেখা যাচ্ছে সমীক্ষায় অংশ নেওয়া ৩৯.২৮ শতাংশ মানুষের কাছে সমস্যার কারণ কর্মসংস্থানের সুযোগ তৈরি। ৩৫.৮৬ শতাংশ মানুষের কাছে সমস্যার কারণ কৃষি ঋণ প্রাপ্তি। সাস্প্রতিক নির্বাচনী সভাগুলিতে রাজ্যের সাফল্য নিয়ে নানান দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন কন্যাশ্রীর সাফল্যের কথা। রাজ্যে বেকারি ৪০ শতাংশ তাঁর সময়ে কমে গিয়েছে বলেও দাবি করেছেন।

Advertisement

সমীক্ষায় দেখা গিয়েছে শহুরে এলাকায় কর্ম সংস্থানই সব থেকে বড় ইস্যু। যেখানে ৪৫ শতাংশ মানুষ ভাল কাজ চাইছেন। জল ও বায়ু দূষণের সমস্যার কথা বলেছেন ৩৯ শতাংশ মানুষ। ট্রাফিক সমস্যার কারণ বলেছেন ৩৯ শতাংশ মানুষ। সমীক্ষায় অংশ নেওয়া ৬৭ শতাংশ মানুষ মনে করছেন ভোটের বাজারে অর্থ, পুরস্কার দেওয়া অনৈতিক। অন্যদিকে ৩২ শতাংশ মনে করছেন, তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত। ভোটের বদলে এই কাজ চলেই। মন্তব্য করেছেন তাঁরা। ক্রিমিনাল রেকর্ড থাকা প্রার্থীদের পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেন।

কেননা সাধারণ মানুষের ৩৪ শতাংশ মনে করেন তারা ক্ষমতাশালী। ৩৩ শতাংশ মানুষ ভোট দেন, একই জাতি বা ধর্মের কারণে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 + 16 =