কলকাতা 

এসএসসি-এমএসসির পর এসএসকে-এমএসকে-র শিক্ষকদের মহামিছিলকে ঘিরে ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের , পুলিশী হামলার নিন্দায় সরব বিরোধীরা

শেয়ার করুন
  • 67
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন আন্দোলন চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ছে । কলকাতার মেয়ো রোডে এসএসসির চাকরি প্রার্থীদের ২৯ দিন অনশন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে উঠে যাওয়ার পরের দিনই মাদ্রাসা সার্ভিস কমিশনের বঞ্চিতরা অনশনে বসে যান । তাঁদের উপর পুলিশী নির্যাতনের অভিযোগে সমগ্র বাংলা জুড়ে মমতা সরকারের সমালোচনা যখন চলছে ঠিক তখনই এসএসকে-এমএসকে শিক্ষক শিক্ষিকাদের মিছিল ঘিরে উত্তেজনা চরমে উঠল৷ রবিবার দুপুরে সেই মিছিল ঘিরে শহরে উত্তেজনা৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷ আহত বেশ কয়েকজন৷

রবিবার দুপুরে শিয়ালদহ থেকে এসএসকে ও এমএসকে শিক্ষক শিক্ষিকাদের একটি বিশাল মিছিল বের হয়৷ কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা মিছিল করে রানি রাসমনি অ্যাভিনিউয়ের কাছে পৌছালে মিছিল পুলিশ আটকে দেয়৷ আন্দোলনকারীরা তখন গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়৷ তাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে বলে সংগঠনের দাবি৷ এরপর তারা রাস্তার ওপর বসে পড়েন৷ যদিও সেই সময় ঘটনাস্থলে থাকা বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে৷

Advertisement

মূলত ২০১৩ সালের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দিতে হবে৷ এবং শিক্ষা দফতরের হাতে পুরোপুরি দায়িত্ব তুলে নিতে হবে৷ সমগ্র শিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী শিশু শিক্ষা, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের ২০১৮ সালের ১ এপ্রিল থেকে বেতন বৃদ্ধি কার্যকর করতে হবে এবং বেতন পরিকাঠামো চালু করতে হবে৷শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের পেনশন চালু করতে হবে৷ এস এস কে, এম এস গুলিকে নবম ও দশম শ্রেণী খোলার ব্যবস্থা করতে হবে৷ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের অনুমোদন কর্মসংস্থান পরিচয়পত্র দিতে হবে৷ অবিলম্বে শূণ্যপদে নিয়োগের ব্যবস্থা করতে হবে সহ ১৩ দফা দাবিতে আজ এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল ।

শিক্ষক-শিক্ষিকাদের মহা-মিছিলে পুলিশের বলপ্রয়োগের নিন্দায় সরব বিরোধীরা । বিরোধীদের দাবি এ রাজ্যে শিক্ষকরাও তাঁদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করতে গেলে মার খান যা দেশের কোথাও হয় না।


শেয়ার করুন
  • 67
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + 1 =