দেশ 

দেশের সাধারন নির্বাচনে আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করার সবচেয়ে বেশি সম্ভাবনা রাহুল গান্ধীর দাবি আন্তর্জাতিক গবেষণা সংস্থার

শেয়ার করুন
  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসন্ন সাধারণ নির্বাচনে কোনো বিশেষ দল একক গরিষ্ঠতা পাবে না । সরকার গড়ার ক্ষেত্রে আঞ্চলিক দলগুলি নির্ণায়ক ভূমিকা নেবে বলে এক গবেষেণা সংস্থা দাবি করেছে । তাই সরকার গঠনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “লড়াই” করতে হবে বলে ওই সংস্থা সমীক্ষায় তুলে ধরেছে।

অন্য দিকে বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে সরকার গঠনের “উজ্জ্বল সম্ভাবনা” রয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। এই আগাম ভবিষ্যৎবাণী করেভেছ আন্তর্জাতিক গবেষণা সংস্থা ফিচ সলিউশনস মাক্রো রিসার্চ ।

Advertisement

এই সংস্থাটি দাবি করেছে ,শুধু বিজেপি নয়, দেশের কোনো জাতীয় রাজনৈতিক দলের এককভাবে  আগামী সপ্তদশ লোকসভা গঠন সম্ভব নয়। এ ব্যাপারে মুখ্য ভূমিকা নেবে বিভিন্ন আঞ্চলিক দলগুলিই। তবে সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর দেখা গিয়েছে, আঞ্চলিক দলগুলিকে একত্রিত করে কেন্দ্রে সরকার গঠনে অনেকটাই এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস। এবং কংগ্রেসের সেই সম্ভাবনার দিকটি উজ্জ্বল হতেই অন্যান্য আঞ্চলিক দলগুলিও তাদের সঙ্গে সহমত পোষণ করছে।

বৃহস্পতিবার ফিচের পক্ষ থেকে জানানো হয়েছে , আমরা সমস্ত সম্ভাবনাপূর্ণ দিকগুলিকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছি যে, আগামী ভোটে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে রাহুল গান্ধীর অধিনায়কত্বে কংগ্রেসের পক্ষে জোট সরকার গড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ।

এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে ফিচ বলেছে, দেশের কৃষকদের জন্য  কংগ্রেস দল একাধিক ইতিবাচক কিছু পদক্ষেপ নেওয়া কথা বলেছে । একই সঙ্গে সদ্য ক্ষমতায় আসা কংগ্রেসী রাজ্যগুলিতে যেভাবে কৃষক ঋণ মুকুব করা হয়েছে তাতে কৃষক এবং মধ্যবিত্তদের একটাংশের সমর্থন পেতে কংগ্রেস দল । অন্যদিকে বিজেপিও  বাজেটে কৃষকদের জন্য কিছু ব্যবস্থার নেওয়া ঘোষণা করেছে। ফলে বিজেপির দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়া কৃষক সম্প্রদায়ের একাংশ তুষ্ট বর্তমান সরকারের উপর। অন্য দিকে সাম্প্রতিক পুলওয়ামা হামলার পর জাতীয়তাবাদী চিন্তাভাবনার বিস্ফোরণ বিজেপির পালে হাওয়া জোগাচ্ছে। তবুও সংসদে সংখ্যাগরিষ্টতা থেকে অনেকটাই দূরে থেকে যেতে পারে বিজেপি। সে ক্ষেত্রে তাদেরও সহযোগিতা নিতে হবে অন্যান্য দলগুলির। ইতি মধ্যেই মহারাষ্ট্রের শিবসেনার মতো দল বিরোধিতা ছেড়ে ফের বিজেপির হাত শক্ত করেছে।

তবে সব মিলিয়ে এটা স্পষ্ট যে , আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একক গরিষ্ঠতা পাবে না । তাকে সরকার গড়তে হলে শরীকদের বটেই এমন কিছু শরীককে নিতে হবে যারা বিজেপির আদর্শে বিরোধী । অন্যদিকে কংগ্রেসের পক্ষে সরকার গড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা দেখছে ফিচ ।


শেয়ার করুন
  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten + five =