কলকাতা 

মান্নানের বিরোধিতায় কংগ্রেসে যোগ দেওয়া হল না লক্ষণের

শেয়ার করুন
  • 56
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং সাংসদ প্রদীপ ভট্টাচার্যের বিরোধিতায় শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দিতে পারলেন না পূর্ব মেদিনীপুর এক সময়কার বেতাজ বাদশা লক্ষণ শেঠ । ১৫ ফেব্রূয়ারি তিনি যে কংগ্রেসে যোগ দিতে চলেছেন তা রাজ্যেই প্রায় সব সংবাদ-মাধ্যমেই আগে খবর বেরিয়েছিল ( শুধুমাত্র বাংলার জনরব বাদে ) । সব কিছু ঠিকঠাকই ছিল । এমনকি এআইসিসি-র পক্ষ থেকেও সবুজ সংকেত মিলেছিল ।

দলের সাধারণ সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক গৌরব গগৈ-র হাত থেকে কংগ্রেস পতাকা গ্রহণ তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন বলে ঠিক হয় । আবদুল মান্নান সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা লক্ষণকে নেওয়ার ক্ষেত্রে আপত্তি ছিল প্রথম থেকেই । কিন্ত জানা গেছে , গত বুধবার মান্নানদের সঙ্গে কংগ্রেস নেতৃত্ব বৈঠক করে লক্ষণকে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন ।

Advertisement

সেই মত আজ লক্ষণের যোগ দেওয়ার কথা ছিল । কিন্ত শেষ পর্যন্ত মান্নানদের আপত্তিতে তাঁর যোগ দেওয়া হল না । শোনা যাচ্ছে আবদুল মান্নান নাকি শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দেন লক্ষণ যোগ দিলে তিনি কংগ্রেস ছেড়ে দেবেন । মূলত আবদুল মান্নানের হুমকিতেই লক্ষণ শেঠের কংগ্রেসে যোগ দেওয়া হল না ।


শেয়ার করুন
  • 56
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − eight =