দেশ 

কঠিন সময়ে সরকার এবং জওয়ানদের পাশে রয়েছি ; পুলওয়ামায় আত্মঘাতী হামলা প্রসঙ্গে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুলওয়ামা হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে সব রকম ভাবে সাহায্য করবে কংগ্রেস। আগামী দু’দিন কোনো রকম রাজনৈতিক আলোচনাতেও তাঁরা যাবেন না বলে সাফ জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। সেখানে রাজনৈতিক প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাহুল সাফ জানিয়ে দেন, “আপাতত অন্য কোনো প্রসঙ্গে আর আলোচনা করব না। এই কঠিন সময়ে সরকার এবং জওয়ানদের পাশে রয়েছি।”

Advertisement

বৃহস্পতিবার স্বাধীন ভারতে এই প্রথম ভয়ংকরতম  আত্মঘাতী জঙ্গি হামলা হয় কাশ্মীরে। হামলায় নিহত হয়েছেন ৪৪ জন। এই ঘটনার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জঈশ-এ-মহম্মদ।

এই হামলার পরেই গোয়েন্দা ব্যর্থতার জন্য কেন্দ্রকে দায়ী করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। কিন্তু রাহুল সেই পথে হাঁটলেন না। উলটে তিনি বলেন, “এখন শোকপ্রকাশ এবং সম্মান জানানোর সময়।” রাহুল আরও বলেন, “আমাদের দেশের মধ্যে যে ভালোবাসা, সৌহার্দ রয়েছে, সেটা কোনো শক্তিই বা কোনো ঘৃণা ভাঙতে পারবে না।”

 

 

 

 


শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × five =