কলকাতা 

মমতা ঘনিষ্ঠ রাজ্য সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনতাজ আলি শাহ যোগ দিলেন কংগ্রেসে ; সোমেনের প্রতি আস্থা বাড়ছে সংখ্যালঘুদের ইঙ্গিত স্পষ্ট

শেয়ার করুন
  • 442
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার ঘনিষ্ঠ এবং নন্দীগ্রামের ভূমিপুত্র রাজ্য সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারক ইনতাজ আলী শাহ কংগ্রেসে যোগ দিলেন । সোমেন মিত্র , প্রদীপ ভট্টাচার্য , অমিতাভ চক্রবর্তী ও দেবব্রত বসুর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন ইনতাজ আলী শাহ । তিনি সংখ্যালঘু সম্প্রদায় মানুষ হিসেবে রাজ্যের সংখ্যালঘু  সমাজে বিশেষ পরিচিতি রয়েছে ।

তাঁর যোগদানে কংগ্রেসের প্রতি সংখ্যালঘু সমাজের আগ্রহ বাড়বে বলে ওয়াকিবহাল মহল মনে করছে ।

Advertisement

সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে রাজ্যের সংখ্যালঘু সমাজে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়ছে । এরআগে পিডিসিআই থেকে এক ঝাঁক মুসলিম নেতা কংগ্রেসে যোগ দেন । এরপর রাজ্যের মুসলিম লীগের খোদ সভাপতিও কংগ্রেসে যোগ দেন । লোকসভা নির্বাচনের আগে মুসলিম সম্প্রদায়ের পরিচিত মুখ গুলি কংগ্রেসে যোগ দেওয়ার ফলে মুসলিম ভোট ব্যাঙ্কে খানিকটা হলেও কংগ্রেসের দিকে ফিরতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে ।

এদিকে কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে ইনতাজ আলি শাহ বলেন , রাহুল গান্ধী এখন অনেক বেশি যোগ্য রাজনীতিবিদ হয়ে উঠেছেন । তাঁর নেতৃত্বেই আবার ভারত নতুনভাবে গড়ে উঠবে এই প্রত্যাশা আমাদের সকলের আছে ।

 

 

 

 


শেয়ার করুন
  • 442
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × three =