দেশ 

Songsod : সংসদের দু্ই কক্ষের চারশো কর্মী করোনা আক্রান্ত, বাজেট অধিবেশন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ?

বাংলার জনরব ডেস্ক :  সংসদের প্রায় চারশো কর্মী করোনা আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে । এর জেরে বাজেট অধিবেশন পিছিয়ে যেতে পারে বলে শানা যাচ্ছে । সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, বাজেট অধিবেশনের (Budget Session) আগে সংসদের অন্দরে কাজ করেন এমন ১ হাজার ৪০৯ জন কর্মীর কোভিড পরীক্ষা করানো হয়েছিল। এদের মধ্যে মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংসদ ভবনের বাইরে যারা কাজ করেন, তাঁদের কোভিড (COVID-19) পরীক্ষার রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, সংক্রমিতদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য, ৪০২ জনের মধ্যে লোকসভার ২০০, রাজ্যসভার ৬৯ এবং বাকি ১৩৩…

আরও পড়ুন