দেশ 

Professor: করোনা কালে পড়াতে পারেননি তাই ৩৩ মাসের বেতন ফিরিয়ে দিয়ে নজির স্থাপন করলেন বিহারের এক অধ্যাপক

বাংলার জনরব ডেস্ক : প্রায় তিন বছর ধরে পড়াশোনা বন্ধ এই অবস্থায় শিক্ষকদের বেতন বন্ধ হয়নি। বেতন নিয়মিত পেয়েছে শিক্ষকরা। কিন্তু না পড়িয়ে বেতন নেওয়াটা বিবেকের কাছে অপরাধী বলে মনে হয়েছে বিহারের মুজাফফরপুরের নীতীশ্বর কলেজের সহকারী অধ্যাপক লালন কুমার। অন্য শিক্ষকদের মতো তিনিও এই অতিমারির সময়ে না পড়িয়ে মাসের পর মাস বেতন নিয়ে গিয়েছেন। কিন্তু কোথাও যেন একটা ‘বিবেকের দংশন’ হয়েছিল সহকারী অধ্যাপক লালনের। আর সেই বিবেকের দংশনেই ২ বছর ৯ মাসের বেতন কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন তিনি। এই সময়ে তিনি মোট বেতন পেয়েছিলেন ২৩ লক্ষ ৮২ হাজার টাকা।…

আরও পড়ুন