কলকাতা 

Primary Teacher Recruitment Scam : নিয়ম ভেঙে চাকরি পাওয়ার কারণে ৫৩ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত এবং একজনের দশ হাজার টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিকে ফের চাকরি বাতিল করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার তিনি ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। এক জনকে ১০ হাজার টাকা জরিমানাও করেন তিনি।প্রাথমিক স্কুলে বেআইনি ভাবে চাকরি পেয়েছেন— এই অভিযোগে ২৬৯ জনের চাকরি আগেই বাতিলের নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ওই ২৬৯ জনের চাকরি বাতিলের উপর তখন স্থগিতাদেশ দিয়েছিল। জানিয়েছিল, আগে এই ২৬৯ জনের বক্তব্য শুনতে হবে হাই কোর্টকে। সেই কারণে যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদেরই হলফনামা জমা দিতে হবে হাই কোর্টে। হলফনামায় ২৬৯ জনকে জানাতে হবে যে, তাঁরা বৈধ ভাবে…

আরও পড়ুন
কলকাতা 

জামিন পেলেন না মানিক, মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টে তিন কোটি আদালতে দাবি ইডির, শিক্ষক নিয়োগের দুর্নীতি সব সীমাকে ছাড়িয়ে গেছে আদালতে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির, আর কি কি তথ্য পেশ করল আদালতে ইডি? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : জামিন পেলেন না তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাকে আগামী ২৮ শে অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে বলে আজ মঙ্গলবার আদালত রায় দিয়েছে। উল্লেখ্য ইডি হেফাজতে থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে মানিক ভট্টাচার্যকে আজ আদালতে তোলা হয়। সেখানে ইডির আইনজীবী অভিযোগ করেন যে মানিক ভট্টাচার্যের স্ত্রীর নামে একটি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। মানিক ভট্টাচার্য ভট্টাচার্যের স্ত্রীর সঙ্গে যার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই মৃত্যুঞ্জয় চক্রবর্তী মহাশয় ২০১৬ সালে মারা গেছেন। তারপর এখনো পর্যন্ত সেই ব্যাংক অ্যাকাউন্ট কেন টিকিয়ে রাখা হয়েছে এবং সেই অ্যাকাউন্টে প্রায় তিন…

আরও পড়ুন
কলকাতা 

Primary Teacher Recruitment: আগামী মঙ্গলবারের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্তে কী অগ্রগতি হয়েছে তা নথি সহ রিপোর্ট পেশ করতে নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে কী অগ্রগতি হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআইকে ওই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়, আগামী মঙ্গলবার সিবিআইকে এই মামলার তদন্তে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। বিচারপতিরা সিবিআইয়ের আইনজীবীকে জানান, এই মামলার তদন্তে এখনও পর্যন্ত সিবিআইয়ের কী অগ্রগতি, সে সম্পর্কে আদালত অবগত হতে চায়। তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী জানান, আদালতের নজরদারিতে সিবিআইয়ের ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট)…

আরও পড়ুন
কলকাতা 

Primary Teacher Recruitment: রাজ্যে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে বলল সংসদ, দিতে হবে সিবিআইকে!

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাইলো এবার সিবিআই। জানা গেছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রাথমিক শিক্ষক পদে যেসব নিয়োগ হয়েছে তার যাবতীয় তথ্য সে পাঠিয়েছে সিবিআই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কে লেখা এক চিঠিতে সিবিআই বলেছে, এ পর্যন্ত ৪২ হাজার ৯৪৯ জন যে শিক্ষক নিয়োগ হয়েছে মমতা সরকারের আমলে তাদের টেট সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে হবে পর্ষদকে। এদিকে গতকাল সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে…

আরও পড়ুন