দেশ 

Political Party : রাজনৈতিক দলগুলি প্রার্থীর অপরাধের তথ্য আড়াল করছে, বাতিল হোক রেজিস্ট্রেশন সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা দায়ের

বাংলার জনরব ডেস্ক: রাজনীতিকে অপরাধমুক্ত করতে গত বছরের অগস্টে  সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছিল,  রাজনৈতিক দলগুলিকে প্রার্থীদের অপরাধ যোগের নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনকে (Election Commission of India)। সেই নির্দেশ অমান্য করার অভিযোগে এবার একটি মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। মামলাকারীর দাবি, রাজনৈতিক দলগুলি প্রার্থীদের অপরাধ কথা লুকাচ্ছে।যারা এই কাজ করছে সেই সব দলের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। ইতিমধ্যে মামলাটি শুনতে রাজি হয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মামলাটি শুনানির হবে প্রধান বিচারপতি এন ভি রামানার (NV Ramana) নেতৃত্বের বেঞ্চে। মামলাকারী আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় (Ashwini Kumar Upadhyay) বিষয়টিতে নির্বাচন কমিশনের…

আরও পড়ুন