কলকাতা 

NEET Question Analysis : নিট প্রশ্নপত্র নিয়ে স্যান্ডফোর্ডের বিশ্লেষণ: এই বছরের প্রশ্নে ভেরিয়েশন বেশি, চ্যালেঞ্জ প্রচুর, সবমিলিয়ে মডারেট

নিট প্রশ্নপত্র নিয়ে স্যান্ডফোর্ডের বিশ্লেষণ নায়ীমুল হকের প্রতিবেদন: সারাদেশে ডাক্তারিতে ভর্তির পরীক্ষা ‘নিট’ হয়ে গেল গত রবিবার ১৭ জুলাই। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে দীর্ঘ প্রস্তুতির পর প্রায় পৌনে ১৯ লাখ ছাত্র-ছাত্রী নির্বিঘ্নে পরীক্ষা দেয় এ দিন। পরীক্ষা শেষ হওয়া মাত্রই ছাত্র-ছাত্রীদের মনে উঁকিঝুঁকি মারতে থাকে, কেমন হল তাদের পরীক্ষা, প্রশ্নপত্র কেমন ছিল, প্রশ্নের ট্রিক্সগুলো ঠিকমত বুঝে উত্তরটা লিখে আসতে পেরেছি তো, আর সকলের কেমন হয়েছে- এসব হাজারো প্রশ্ন মিলিয়ে উৎকণ্ঠায় ভরে থাকে ছাত্র-ছাত্রীদের মন। আর তাদের সঙ্গে পাল্লা দেন অভিভাবকেরা এবং আত্মীয়-স্বজনেরাও। বন্ধু বান্ধব সহ সবার মনে একই প্রশ্ন, এবারের…

আরও পড়ুন