দেশ 

বিহার নির্বাচন নিয়ে এক্সিট পোলে এনডিএ জোটকে এগিয়ে রাখাকে চক্রান্ত বলে মনে করছেন অখিলেশ যাদব

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিহার নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষার নামে যেভাবে এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছে তা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সমাজবাদী পার্টির নেতা সাংসদ অখিলেশ যাদব। লখনউয়ে তিনি সাংবাদিকদের কাছে এক্সিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, এক্সিট পোল আসলে ‘অসাধুতার মঞ্চ’ তৈরি করে।

অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন, জনমতকে প্রভাবিত করার জন্য বিজেপি গণমাধ্যমকে ব্যবহার করছে। বিজেপি ক্ষমতা পেতে নানা কৌশল নিচ্ছে। তিনি বলেন, তারা নিজেদের প্রচারেই ব্যস্ত। মানুষের জন্য কোনও কাজই তারা করেনি। আর এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে তুলনায় টেনে আনেন তিনি।

Advertisement

সপা সভাপতি বলেন, সরকার কৃষক ও তাদের সমস্যা নিয়ে কোনও কথা বলে না। সাম্প্রদায়িক আলোচনা ছাড়া এই সরকারের মুখে আর কিছু শোনাও যায় না। অথচ রাজ্যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষকদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। অখিলেশের বক্তব্য, দেশের নতুন প্রজন্ম সহনশীল। তারা গণতন্ত্রে বিশ্বাসী। তাই, তারা চট করে কোনও আন্দোলনে যেতে চান না।

তিনি সরকারের ‘স্বদেশী’ নীতি নিয়েও কড়া সমালোচনা করেন। অখিলেশ বলেন, এই সরকারের আড়ালে রয়েছে বিদেশ-প্রীতি। তা না হলে চিনের ওপর শুল্ক আরোপ করছে না কেন? কৃষকদের জন্য সব প্রকল্প কেবল ডিজিটাল কাগজেই সীমাবদ্ধ। বাস্তবে কৃষকের জমি, সার এবং শ্রম—সব লুট হচ্ছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ