দেশ 

ইভিএম কারচুপির অভিযোগকে কংগ্রেসের ষড়যন্ত্র , জনমতের অপমান বলে কটাক্ষ বিজেপি নেতা রবিশঙ্করের ; গনতন্ত্রের স্বার্থে তদন্তের দাবি কংগ্রেস নেতা কপিল সিব্বলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইভিএম বিশেষজ্ঞ জনৈক সৈয়দ সূজা   করেছেন ,২০১৪ সালের লোকসভা নির্বাচনে পুরোটাই ইভিএম কারচুপি হয়েছিল। তার জেরেই ক্ষমতায় আসে বিজেপি। এই অভিযোগের প্রেক্ষিতে নানা প্রমাণ দেবেন বলেও তিনি জানিয়েছেন ।

এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কড়া আক্রমণ করেন কংগ্রেসকে। বলেন, গোটাটাই কংগ্রেসের ষড়যন্ত্র। বিদেশের মাটি থেকে দেশের গণতন্ত্রকে বদনাম করার চেষ্টা চলছে। আর কংগ্রেস তাতে সায় দিচ্ছে বলে অভিযোগ রবিশঙ্করের।

Advertisement

বিজেপির অভিযোগ, প্রমাণ দেওয়ার দাবি করলেই তা দেওয়া হয়নি। তার ওপরে কপিল সিব্বল ওখানে কী করছিলেন, প্রশ্ন করেন রবিশঙ্কর।

এর পরই পাল্টা সাংবাদিক সম্মেলন করে কপিল সিব্বল  বলেছেন, একজন অভিযোগ করলে তার তদন্ত হওয়া উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশই রয়েছে যাতে অভিযোগের প্রেক্ষিতে এফআইআর হয়। এই অভিযোগকে কোনও দলের বিরুদ্ধে না দেখে বরং গণতন্ত্রকে মাথায় রেখে তদন্ত হওয়া উচিত।

সিব্বলের দাবি, অভিযোগকারী ২০১৪ নির্বাচনের আগে কোথায় কাজ করেছেন, কাদের সঙ্গে কাজ করেছেন, কোথায় সংস্থার অফিস ছিল, তিনি কোথায় ছিলেন, কবে বিদেশে গিয়েছেন- এই সবই প্রমাণ স্বরূপ সকলকে দিয়েছেন। তাও যাচাই করা হোক। তাহলে তার সত্যতা জানা যাবে। যদি তা সত্য হয় তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত বলে সিব্বল মন্তব্য করেছেন।

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + 5 =