দেশ 

ইভিএম মেশিনে কারচুপি করা যাবে না দাবি নির্বাচন কমিশনের . এফআইআর দায়ের অভিযোগকারীর বিরুদ্ধে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইভিএম কারচুপি নিয়ে সোমবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে   ইভিএম বিশেষজ্ঞ সৈয়দ সূজা অভিযোগ করেন , ২০১৪ সালের লোকসভা নির্বাচন পুরোটাই রিগিং হয়েছে। অর্থাৎ তাঁর দাবি, বিজেপি রিগিং করে ইভিএম বিভ্রাট করে ক্ষমতায় এসেছে। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে ইভিএম তৈরির যে দল ছিল, তিনি তার সদস্য ছিলেন বলেও ভদ্রলোক দাবি করেন।এই অভিযোগের  পরে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, লন্ডনে একটি ইভিএম নিয়ে ইভেন্ট হয়েছে। সেখানে দাবি করা হয়েছে ইভিএম কারচুপি করা সম্ভব। এই ইভিএমগুলি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অ্যান্ড ইলেকট্রনিক্স কর্পোরেশনে কড়া নিরাপত্তায় তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে তা পর্যবেক্ষণ করা হয়েছে।

ফলে কমিশনের দাবি , কোনওভাবেই নতুন উচ্চক্ষমতা সম্পন্ন ইভিএমে কারচুপি সম্ভব নয়। পাশাপাশি অভিযোগকারী সাইবার বিশেষজ্ঞ সৈয়দ সূজার বিরুদ্ধে এদিন কমিশন পুলিশে অভিযোগ দায়ের করেছে।

Advertisement

ভারতের ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে তিনি কাজ করেছেন বলেও যে দাবি সৈয়দ সুজা  করেছিলেন তা   এই সংস্থা জানিয়েছে, সূজা তাদের কর্মী ছিলেন না। কমিশনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা করেছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − ten =