কলকাতা 

প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের কাউন্সিলিং- র উপর একমাস স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত সোমবার স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, প্রধান শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের কাউন্সেলিং শুরু হবে ২৪ জানুয়ারি থেকে।  আজ কলকাতা হাইকোর্ট সেই কাউন্সিলিং উপর একমাসের জন্য স্থগিতাদেশ জারি করেছে। আজ একটি মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। অন্যদিকে আগামী ২৮ জানুয়ারি সকাল ১০ টা ৩০ মিনিটে মূল মামলার শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, যারা মামলা করেছিল তাদের ফলাফল ঘোষণা করেনি কমিশন।

মামলাকারীদের আইনজীবী একরামুল বারি জানিয়েছেন, “২০১৭ সালে প্রধান শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের স্নাতকোত্তর পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি দিয়েছিল সার্ভিস কমিশন। তার বিরুদ্ধে ২০১৭ সালেই কলকাতা হাইকোর্টে মামলা করেন একাধিক প্রধান শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থী। ওই বছরের ডিসেম্বর মাসে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক করার যাঁরা বিরোধিতা করেছিলেন তাঁদেরও পরীক্ষায় বসার অনুমতি দেন। এরপর গতকাল  কমিশন ঘোষণা করে, ২৪ জানুয়ারি থেকে শুরু হবে ২০১৭-র ওই পরীক্ষার্থীদের কাউন্সেলিং।”

Advertisement

একরামুল  বারি আরও বলেন, “আমার মক্কেলদের তরফে আদালতে একটি দরখাস্ত করা হয়েছিল  যাতে তাদের কাউন্সিলিঙে বসতে দেওয়া হয়। কিন্ত সার্ভিস কমিশন সেই দাবি মানছে না। আজ সেই মামলা বিচারপতি শেখর ববি শরাফের বেঞ্চে উঠলে তিনি পুরো প্রক্রিয়ার উপর একমাসের স্থগিতাদেশ দেন।”

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 + fourteen =