জেলা 

বালুরঘাটেও কংগ্রেসের আইন-অমান্য আন্দোলনে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ; জখম এক

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আজ বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে আইন অমান্য আন্দোলনের ডাক দেয় জেলা কংগ্রেস নেতৃত্ব। কর্মসূচি অনুযায়ী প্রথমে দলীয় কার্যালয়ে মিছিল করেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। পরে বালুরঘাট জেলা প্রশাসন ভবনের সামনে সভা করা হয়। সভায় বক্তব্য় রাখেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শংকর মালাকার, কংগ্রেস নেতা অঞ্জন চৌধুরি ও ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ সহ জেলা ও রাজ্য নেতারা। প্রত্য়েকের বক্তব্য শেষ হতেই পুলিশের ব্যারিকেড ভেঙে প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করেন।

কংগ্রেসের আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার সময়ই লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি বালুরঘাটের প্রশাসনিক ভবন চত্বরের। ঘটনায় জখম হয়েছে একাধিক কংগ্রেস কর্মী সমর্থক। এই ঘটনায় জখম হয় গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম অঞ্চলের সভাপতি মহম্মদ বদির উদ্দিন জামাল। বর্তমানে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 − one =