কলকাতা 

বুধবার পর্যন্ত কলকাতার সহ দক্ষিণ বঙ্গে বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দেশের এক প্রান্ত থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু হলেও পশ্চিমবঙ্গে এখনই তার সম্ভাবনা নেই। বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের শুরুর দিকে। ফলে নিম্নচাপ অঞ্চলের প্রভাব না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টি থামবে না। বরং আরও কিছু দিন তা চলতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম রাজস্থানের কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে রবিবার। সাধারণত ১৭ সেপ্টেম্বর বর্ষা বিদায়ের সূচনা হয়ে থাকে। এ বছর সময়ের তিন দিন আগে তা শুরু হয়ে গেল। পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা তেলঙ্গানার দিকে সরে গিয়েছে। পশ্চিমবঙ্গের উপর এর সরাসরি কোনও প্রভাব পড়ছে না। তবে উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩.১ থেকে ৫.৮ কিলোমিটারের মধ্যে। এ ছাড়াও সক্রিয় রয়েছে একটি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই আপাতত কিছু দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও তৈরি হয়েছে। সোমবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে এখনও তিন থেকে চার দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি আছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে সোমবার এবং বৃহস্পতিবার। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ