ঝাড়খণ্ডের হাজারিবাগে যৌথ বাহিনীর অভিযানে হত মাওবাদী শীর্ষনেতা সহ ৩, মাথার দাম ছিল এক কোটি টাকা!
মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার ভোরে ঝাড়খণ্ডের হাজারিবাগে যৌথ বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছেন মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা সহদেব সোরেন। তিনি নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা।
সোমবারের অভিযানে সহদেব ছাড়াও হত হয়েছেন আরও দুই মাওবাদী সদস্য— রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গাঞ্ঝু ওরফে রামখেলওয়ান। রঘুনাথ মাওবাদীদের বিহার-ঝাড়়খণ্ড স্পেশ্যাল এরিয়া কমিটির সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। আর বীরসেন ছিলেন জ়োনাল কমিটির সদস্য। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।

গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে সোমবার ভোরে অভিযানে নামে কোবরা ব্যাটালিয়ন, গিরিডি পুলিশ এবং হাজারিবাগ পুলিশের যৌথ বাহিনী। ভোর ৬টা নাগাদ ঝাড়খণ্ডের তাতিঝরিয়া থানা এলাকায় গিরিডি-বোকারো সীমানার কাছে কারান্দি গ্রামে যৌথ বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলিযুদ্ধ শুরু হয়। সেই অভিযানেই ওই তিন মাওবাদী নেতা হত হন। সকালে ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। জঙ্গল এলাকায় চলছে তল্লাশি অভিযান।
গত কয়েক বছরে দেশের বিভিন্ন অংশেই প্রভাব কমেছে মাওবাদীদের। নিরাপত্তাবাহিনীর একের পর এক অভিযানে কোণঠাসা তাঁরা। চলতি বছরে এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৪৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। কেবল ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনেই মৃত্যু হয়েছে ২১২ জনের। রবিবার ভোরে ঝাড়খণ্ডের পলামুতে যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে মুখদেও যাদব নামে এক মাওবাদীর। একই দিনে ছত্তীসগঢ় এবং তেলঙ্গানার সীমানা সংলগ্ন মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় গ্রেফতার হলেন মাওবাদী নেতা শঙ্কর ভীমা মহাকা। দণ্ডকারণ্যে মাওবাদীদের ভামরাগড় অঞ্চলের সক্রিয় সদস্য ছিলেন তিনি। চাপের মুখে মাওবাদীদের অনেক সদস্যই পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন। সম্প্রতি আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির স্ত্রী পথৌলা পদ্মাবতী ওরফে সুজাতা ওরফে কল্পনা।