দেশ 

তবলিগি জামাত নিয়ে টিভি চ্যানেলগুলির বিদ্বেষমূলক খবর সম্প্রচারের জন্য কেন্দ্র কী পদক্ষেপ করেছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত মার্চে তবলিগি জামাত ইস্যুতে দেশের সংবাদ চ্যানেল যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক খবর সম্প্রচার করেছে তা নিয়ে বিরক্ত প্রকাশ করল সুপ্রিম কোর্ট । একই সঙ্গে এই ইস্যুতে কেন্দ্র সরকার অভিযুক্ত টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা তাও জানতে চেয়েছিল আদালত । কিন্ত কেন্দ্রের হলফনামায় রীতিমত ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট ।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, টেলিভিশনে এই ধরনের খবর সম্প্রচারের ক্ষেত্রে নিয়ন্ত্রক কমিটি গঠন করার জন্য। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে বলেন, “প্রথমত আপনারা সঠিক হলফনামা জমা দেননি। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর এই হলফনামায় নেই। এভাবে চলবে না।”

Advertisement

এরপরই প্রধান বিচারপতি জানতে চান, টেলিভিশনে এই ধরনের খবর সম্প্রচারের জন্য কেন্দ্র কী পদক্ষেপ করেছে। কেন নিয়ন্ত্রক কমিটি নেই, আর এনবিএসএ-এর মতো সংস্থা নিয়ন্ত্রণ করতে পারে না। না থাকলে এখনই কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই মামলায় টেলিভিশন সম্প্রচার নিয়ন্ত্রক কমিটি নিয়ে আবার তিন সপ্তাহ পর শুনানি হবে সুপ্রিম কোর্টে।

প্রসঙ্গত, জমিয়তে উলেমায়ে-এ-হিন্দ গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে দাবি করে, বেশ কিছু সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যম নিজামুদ্দিন মারকাজ ইস্যুতে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে। এই মামলায় এর আগেও সুপ্রিম কোর্ট অভিযুক্ত টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে না তা জানতে চেয়েছিল ? সেখানে কেন্দ্র বলেছিল বাক স্বাধীনতার হস্তক্ষেপ করতে চায় না কেন্দ্র । সেই সময় আদালত বলেছিল বাক স্বাধীনতারও একটা সীমা আছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − sixteen =