অন্যান্য 

হু হু করে দাম বাড়ছে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের , নির্বিকার মমতা সরকার – মোদী সরকার , সাঁড়াশি চাপে জনতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে । আজ বুধবার কলকাতার বাজারে সাধারণ আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে , পেঁয়াজ কোথাও ৬০ , কোথাও আবার ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । কোথাও নিয়ন্ত্রণ নেই । মুখ্যমন্ত্রী অবশ্য একটি কমিটি করেছে , টাস্কফোর্স করেছে তার কী কাজ তা কেউ জানে না । লকডাউনের বাজারে মানুষের আয় নেই অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগুণ । সাঁড়াশি চাপে পড়েছে জনগণ । জনতার কথা কেউ ভাবে না । জনতার তখনই মনে পড়ে ভোট আসলে । কিন্ত এবার তাতেও নজর নেই । নাম কা ওয়াস্তে দু-একদিন বাজার গুলি ইডি হানা দিলে তাতে কাজের কাজ কিছু হয়নি ।

শুধু কী আলু পেঁয়াজ সরষের তেল দাম কয়েক সপ্তাহের মধ্যে অনেকটাই বেড়েছে । গত অক্টোবর মাসে যে সরষের তেলের দাম ছিল লিটার পিছু ১২০ টাকা তা এখন বেড়ে হয়েছে ১৪০ টাকা । এক মাসের মধ্যে লিটার পিছু ২০ টাকা বেড়েছে , বলা হচ্ছে আরও বাড়বে । আগামী মাসে তা ১৫০ টাকা হতে পারে । সাদা তেলের দাম প্রায় ২০ টাকা বেড়েছে । চায়ের দাম বেড়েছে । একশো গ্রাম যে চায়ের দাম ছিল ২০ টাকা তা এখন বেড়ে হয়েছে ২৫ টাকা । সব কিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে ।

Advertisement

আচ্ছে দিনে স্বপ্নের ফেরিওয়ালা কোথায় যেন হারিয়ে গেছে । কংগ্রেস দলকে আক্রমণ করা এখন তাঁর প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে । আমাদের দেশের মানুষও প্রশ্ন করতে ভুলে গেছে । কেন জিনিসপত্রের দাম বাড়ছে তা নিয়ে প্রশ্ন তোলা প্রতিটি নাগরিকের দায়িত্ব একং কর্তৃব্য । তা না করে আমরা রাম মন্দির , বাবরি মসজিদ , হিন্দু-মুসলিম নিয়ে পড়ে আছি । এখন সময় এসেছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নামার । সবচেয়ে অবাক করেছে বিরোধী দলগুলির নিরবতা । তারা আব্বাস সিদ্দিকীর কাছে ছুটে যাওয়ার সময় পাচ্ছেন অথচ জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে পথে নামতে পারছেন কেন ?  নাকি জনতার ভোট তাদের কাছে মূল্যবান হলেও ভোটারদের টাকা তাদের কাছে মূল্যবান নয় !


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 5 =