কলকাতা 

জয় শ্রীরামকে সম্বল করে মেরুকরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং নবান্নে ১০ লক্ষ পোষ্ট কার্ড পাঠাচ্ছে বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের প্রচারের সময় চন্দ্রকোণা থেকে শুরু হয়েছিল গেরুয়া বাহিনীর আন্দোলন । সেদিন মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল বিজেপির কয়েকজন কর্মী । এই ধ্বনি শুনে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে গিয়ে ধমক দিয়েছিলেন । এরপরেই বিজেপি সিদ্ধান্ত নেয় , জয় শ্রীরাম লেখা পোষ্ট কার্ড তারা মুখ্যমন্ত্রীকে পাঠাবেন নবান্নের ঠিকানায় ।

সেই সিদ্ধান্ত মত বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ১০ লক্ষ চিঠি মমতার ঠিকানায় পাঠানোর বার্তা দেওয়ার পরই উদ্যোগ শুরু হয়েছে। সম্প্রতি জয় শ্রীরাম স্লোগানে ভূত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কনভয়ে সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কয়েকজন গ্রেফতারও হয়েছেন। বিজেপি এখন জয় শ্রীরাম স্লোগান শুনে মমতার বন্দ্যোপাধ্যায়ের রাগকেই প্রচারে হাতিয়ার করতে চাইছে। সেই মর্মেই ১০ লক্ষ চিঠি লেখার পরিকল্পনা গ্রহণ করা হল।

Advertisement

পোস্টকার্ডে লেখা- ‘জয় শ্রীরাম’। ঠিকানা ৩০ বি, হারিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ২৬। নতুবা, নবান্ন ১৪ তলা, শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া-৭১১১০২। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অথবা নবান্নের ঠিকানা এই ১০ লক্ষ চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে বিজেপি যুব মর্চা। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি ব্লক থেকেও চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে অর্জুন সিং বলেন, আমরা জয় শ্রীরাম লেখা পোস্ট কার্ড মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। আপাতত ১০ লক্ষ চিঠি পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে গ্রেফতার করতে পারেন। আমরা চাই ১০ লক্ষ চিঠি প্রেরককে গ্রেফতার করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + 13 =