জেলা 

“তৃণমূল দলটা তৈরিই হয়েছে অন্যদল ভাঙিয়ে। সব ইট, বালি, সুরকি আলাদা করে দেব আমরা। পার্টি বলেই কিছু থাকবে না। আগামী ১৫ দিনের মধ্যে এটা করব” : দিলীপ ঘোষ

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  “তৃণমূল দলটা তৈরিই হয়েছে অন্যদল ভাঙিয়ে। সব ইট, বালি, সুরকি আলাদা করে দেব আমরা। পার্টি বলেই কিছু থাকবে না। আগামী ১৫ দিনের মধ্যে এটা করব।” লোকসভা নির্বাচনের মুখে কার্যত তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে চালেঞ্জ জানিয়ে এই মন্তব্য করলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । শুক্রবার বারাসত আদালতে এক মামলা হাজিরা দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ । সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন । তিনি আর বলেন ,”এমন চমক দেব যে ১৫ দিনের মধ্যে বালু দা(জ্যোতিপ্রিয় মল্লিক)-র মুখ থেকে কথা বেরোবে না। দিদিমণি শুকিয়ে আমসি হয়ে যাবেন। ডিসেম্বরের মধ্যে এই সরকার আর খুঁজে পাবেন না।”

উল্লেখ্য ,বিজেপি দল ভাঙানোর খেলায় নেমেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল দলটা তৈরিই হয়েছে অন্যদল ভাঙিয়ে। সব ইট, বালি, সুরকি আলাদা করে দেব আমরা। পার্টি বলেই কিছু থাকবে না। আগামী ১৫ দিনের মধ্যে এটা করব।”

Advertisement

গত কয়েকদিনে অর্জুন সিং ছাড়া বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেছেন। এরপরও কি আরও চমক রয়েছে ? এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, “পুরোটাই চমক। এমন চমক দেব যে বালু দা-র মুখ থেকে কথা বেরোবে না। দিদিমণি শুকিয়ে আমসি হয়ে যাবেন।”

রাজনৈতিক মহলে একাধিকবার এই প্রশ্ন উঠছে, বিজেপি মুখে দেশভক্তির কথা বলে আর অভিযুক্তদের নিজেদের দলে নিচ্ছে। এপ্রসঙ্গে দিলীপবাবু বলেন, “অভিযুক্ত হলে কি দেশভক্তি থাকে না নাকি ? অনেক বড়বড় গুন্ডা, বদমাশও দেশের জন্য প্রাণ দেয়। বাংলায় যে রাজনীতি চলছে, সেই রাজনীতি ধরেই আমরা এগোচ্ছি। আমরাই এই রাজনীতি পরিশ্রূত করব।”

দীনেশ ত্রিবেদী যদি দু’লাখের চেয়ে একটা ভোটও কম পান, তাহলে আমায় বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, “উনি তখন কথায় থাকবেন ? ভোটের পর ওঁকে খুঁজে পাওয়া যাবে তো ? আগে বলেছিলেন রাজনীতি ছেড়ে দেব। কিন্তু, এখন আর ভয়ে বলছেন না। কারণ, এবার সত্যি সত্যি রাজনীতি ছাড়তে হবে।”
 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 + twelve =