আন্তর্জাতিক 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে জুম্মার আগে বন্দুকবাজের হামলায় , নিহত ৪৯ , আহত বহু ; দেশের ইতিহাসে এটি একটি কালো দিন বললেন প্রধানমন্ত্রী আরডেন

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার জুম্মার বিশেষ নামাজের সময় ক্রাইস্টচার্চের ২টি মসজিদে হামলা চালায় বন্দুকবাজরা। ওই হামলায় ১০ জন নিহত হয়েছেন লিনউড মসজিদে ও ৩০ জন নিহত হয়েছেন ডিনস অ্যাভিনিউয়ের মসজিদে। জানিয়েছেন প্রধানমন্ত্রী আরডেন। তিনি আরও জানিয়েছেন, একেবারে পরিকল্পনা করেই ওই হামলা চালানো হয়েছে। দুটি গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত ওই হামলায় ৪৮ জন আহত। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, ক্রাইস্টচার্চের পুলিস কমিশনার জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯।

নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আরডেন বলেন, ‘যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই ক্রাইস্টচার্চের মানুষ। অনেকে হয়তো এখানে জন্মাননি। কিন্তু তারা নিউ জিল্যান্ডকেই তাদের দেশ হিসেবে বেছে নিয়েছিলেন। এরা আমাদের সমাজেরই মানুষ। এই ধরনের হামলা করে আমাদের দমিয়ে দেওয়া যাবে না। দেশের ইতিহাসে এটি একটি কালো দিন।’

Advertisement

এ বিষয়ে আরডেন আরও বলেন, এই ধরনের হামলা করে নিউ জিল্যান্ডকে নাড়িয়ে দেওয়া যাবে না। একে একমাত্র জঙ্গি হামলাই বলা যেতে পারে। জঙ্গিরা নিউ জিল্যান্ডকে বেছে নিতে পারে। কিন্তু তাদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। এই ধরনের নৃশংস হামলার চরম নিন্দা করছি। নিউ জিল্যান্ড তো বটেই গোটা বিশ্বে এইসব হামলাকারীদের কোনও জায়গা নেই।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + eight =