কলকাতা 

‘অবাধে ভোট দেওয়ার সুযোগ পেলে ব্যারাকপুরের মানুষ বুঝিয়ে দেবে, কত ধানে কত চাল ‘ বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ জানালেন অর্জুন

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ‘অবাধে ভোট দেওয়ার সুযোগ পেলে ব্যারাকপুরের মানুষ বুঝিয়ে দেবে, কত ধানে কত চাল।’ বৃহস্পতিবার তৃণমূলের চারবার বিধায়ক ভাটপাড়া পুরসভার বিধায়ক অর্জুন সিং দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন । তাঁর পাশে বসে তৃণমূলের আর এক প্রাক্তন সেনানী মুকুল রায়ের দাবি, ‘এটা তো সবে ট্রেলার। আসল সিনেমা এখনও অনেক বাকি রয়েছে।’

বাংলায় বিপুলভাবে জয়ী হয়ে এ বার বিজোপি আরও অনেক সংখ্যা নিয়ে কেন্দ্রে সরকার গড়বে বলেও দাবি করেন মুকুল। তিনি এদিন গেরুয়া পতাকা পরিয়ে অর্জুন সিং-কে দলে অন্তর্ভুক্ত করেন। সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় অন্যান্য বিক্ষুব্ধ নেতাদের প্রতি আহ্বানের সুরে বললেন, ‘অন্য দলে আরও যাঁরা ভালো নেতা আছেন, তাঁরা আমাদের দলে যোগ দিন। বাংলায় বিজেপির ঝড় উঠেছে।’ চারবারের বিধায়ক কেন তৃণমূল ছাড়লেন ?

Advertisement

এই প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, ‘৩০ বছর মমতাজির সঙ্গে কাজ করেছি। মুকুল যদি কৃষ্ণ হন, তাহলে আমি অর্জুন। মমতার কোনও দেশাত্মবোধ নেই। তবে দেশ যখন প্রবল সংকটে, তখন পাকিস্তানে বিমান হানা করে জবাব দিয়েছেন নরেন্দ্র মোদীজি। জওয়ানদের মৃত্যুতে গোটা দেশ যখন কাঁদছে, তখন মমতা বিমান হানা নিয়ে প্রশ্ন তোলায় আমি খুবই দুঃখিত হই। ঠিক করে নিই, এরপর আর ওই দলে থাকব না। মা মাটি মানুষের দল এখন শুধু মানি মানি মানি বোঝে। আজ যে দিন দেখছি, তার জন্য বামেদের বিরুদ্ধে লড়িনি।’


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 3 =