কলকাতা 

লোকসভা নির্বাচনে এরাজ্যে বাম –কংগ্রেস জোট ? রাহুলের তলবে দিল্লি যাচ্ছেন সোমেন-মান্নান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারে বাসভবনে কেন সিবিআই তা নিয়ে ধর্মতলায় ধর্না দিচ্ছেন ঠিক সেই সময় দিল্লিতে সমস্ত গণমাধ্যমকে এড়িয়ে গোপনে বৈঠক করলেন সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধী । গত সোমবার সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে সংসদে কংগ্রেস সংসদীয় দলের দফতরে বসে দীর্ঘ বৈঠক করেন রাহুল গান্ধী৷ সেখানে নাকি মোদী বিরোধী জোটের অন্যতম কারিগর সীতারাম ইয়েচুরি পশ্চিমবাংলায় জোট প্রসঙ্গে আলোচনা করলে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দেন , এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে । তারপরই তারিখ প্রদেশ নেতৃত্বকে বৈঠকে ডাকেন তিনি৷

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে , শনিবার সোমেন মিত্রআব্দুল মান্নানদের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী ।

Advertisement

এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেছিলেন, “সিপিএমের হাত আমরা ছাড়িনি৷ ওরাই আমাদের হাত ছেড়ে গিয়েছে৷ তাই এবার জোটের প্রস্তাব ওদেরকেই আগে দিতে হবে৷ আমরা আগ বাড়িয়ে কিছু বলব না৷

সোমবার সীতারাম ইয়েচুরি রাহুল গান্ধীকে বাংলায় জোটের কোনও প্রস্তাব দিয়েছিলেন কিনা সেব্যাপারে দুদলই মুখ খোলেনি৷তবে প্রদেশ কংগ্রেসের এক নেতার কথায়, “তৃণমূল বিজেপিকে রুখতে গেলে ভোট ভাগাভাগি করাটা বোকামো৷এরজন্য কংগ্রেসসিপিএমকে একসঙ্গে লড়াই করতে৷ আলিমুদ্দিন স্ট্রিট চাইছে আমাদের হাত ধরতে৷ ওদের কেরল লবি বাগড়া দিচ্ছে৷ কিন্তু মনে হচ্ছে, ওটা ধোপে টিকবে না৷

সিপিএমের এক পলিটব্যুরোর সদস্যের কথায়, “আলোচনা চলছে৷ শুধু আলোচনাই নয়, সদর্থক আলোচনা চলছে৷ তারিখ পলিটব্যুরোর বৈঠকও রয়েছে৷ কোনও সদর্থক সিদ্ধান্ত হবে বলেই মনে করা হচ্ছে৷

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 2 =