কলকাতা 

কেন্দ্রে চলছে চৌকিদারের সরকার , রাজ্যে চলছে দফাদারের সরকার ; মানুষ ভুল করে তৃনমূল ও বিজেপিকে ক্ষমতায় এনেছে , মানুষই গনতন্ত্রের সরকার আনবে ব্রিগেডে দাঁড়িয়ে দাবি করলেন সূর্যকান্ত মিশ্র

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ব্রিগেডে লাল ঝান্ডার ভিড় দেখে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। ভয় পেয়েছে বিজেপিও। যারা বলছিলেন, তৃণমূলকে হটাতে পারে বিজেপি, তারা এখন বুঝতে পেরেছেন বিজেপির সব ধাপ্পা। তৃণমূলকে হটাতে পারে বামেরাই। রবিবার লোকসভার আগে ব্রিগেড বার্তায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সাফ জানিয়ে দিলেন, বাংলায় লাল ঝড় ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। সেই ঝড়ে ফুৎকারে উড়ে যাবে বিজেপি-তৃণমূল। মানুষ ভুল করেছে, ভুল করে তৃণমূল আর বিজেপিকে এনেছে যথাক্রমে রাজ্য ও দেশের ক্ষমতায়।

তিনি আরও বলেন ,মানুষই ভুল করে মানুষই ইতিহাস গড়ে। রাজ্য থেকে তৃণমূল আর দিল্লি থেকে বিজেপি সরকারকে হটিয়ে মানুষ গণতন্ত্রের সরকার আনবে। লালা ঝান্ডা নিয়ে সেই ইতিহাস গড়বেন বাংলার মানুষ। এই সরকারের আমলে বাংলায় শিল্প নেই, কাজ নেই। বাংলায় শিল্প চাই, কাজ চাই। কিন্তু রাজ্য থেকে শিল্পকেই তাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

তিনি বলেন, রাজ্যে শিল্পতাড়ুয়া সরকার চলছে। তাই কোনও শিল্প আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন রাজ্যে শিল্প আসবে না, কোনও বিনিয়োগও আসবে না। দুহাতে কাজে চাই, পেটে ভাত চাই। আপনি থাকলে রাজ্যের মানুষের তাই ভাতও জুটবে না। বাংলাকে বাঁচাতে সরকারের ফিরতে হবে বামেদেরই।মুখ্যমন্ত্রীকে নিশানা করে সূর্যকান্ত বলেন, আপনি নিজের মাইনে ন-গুণ বাড়িয়েছেন। আমাদের আমলে গাড়ি চালকরাও মন্ত্রীর তুলনায় বেশি বেতন পেতেন। কেন্দ্রে চৌকিদারের সরকার চলছে। রাজ্যে চলছে দফাদারের সরকার। মোদীকে চৌকিদার কটাক্ষের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নামকরণ করলেন সূর্যকান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দফাদার মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + 12 =