কলকাতা 

চুরি করা চৌকিদার দরকার নেই দেশের , মানুষের সুনামীতে ভেসে যাবেন মোদী আর মমতা বামেদের ব্রিগেডে দাবি করলেন সীতারাম ইয়েচুরির

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের প্রধানমন্ত্রী চৌকিদার নন , তিনি আসলে পকেটমার । আমাদের পকেট মেরে তিনি আমাদেরকেই দেবেন বলছেন, এই প্রধানমন্ত্রীকে বিদায় দিতে হবে । নেতা নয় , নীতি হবে দেশ গঠনের মূল লক্ষ্য । আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক  সীতারাম ইয়েচুরি একথা বলেন।

রবিবার বামেদের ডাকা ব্রিগেডের সমাবেশে নজরকাড়া ভিড় ছিল । সেই লক্ষ্য করে তিনি বলেন , মানুষের সুনামীতে ভেসে যাবেন মোদী আর মমতা । এদিন তিনি নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেন, চুরি করা চৌকিদার দরকার নেই দেশের। চৌকিদারের ছুটির সময় এসেছে। এবার পকেটমার প্রধানমন্ত্রীকে হারাতে হবে। ব্রিগেডে উপস্থিত মানুষ প্রমাণ করেছেন, দেশে ও রাজ্যে বদল আসবেই। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, কেন্দ্রের মোদী সরকার পাঁচ বছরে চুরি করা টাকাই ফেরাচ্ছে বাজেটে। এই বলে তিনি পকেটমারের গল্প বলেন। তিনি বলেন, এই পকেটমার প্রধানমন্ত্রীকে এবার বিদায় করে দিতে হবে।

Advertisement

দেশ নেতা নয়, সঠিক নীতি চায়। সেই নীতি রূপায়ণ করতে পারে একমাত্র বামপন্থীরাই। তিনি তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, দেশ ও রাজ্য বিপন্ন। কেন্দ্রে গণতন্ত্রের লুঠতরাজ চলছে। সাম্প্রদায়িক বিভাজন চালাচ্ছে সরকার। বাংলাতেও বিদ্বেষের বাতাবরণ তৈরি করেছে রাজ্যের তৃণমূল সরকার। এই দুই সরকারকেই বিদায় দিতে হবে।

তাঁর কথায়, মোদীর নীতিতে দেশ বরবাদ হয়ে যাচ্ছে। দেশকে সুশাসন ফিরিয়ে দিতে হবে। সেইজন্য দেশের মানুষ এক হয়েছে। এবার মোদীর বিদায় আসন্ন। আজ ব্রিগেড ভরিয়ে আপনারা আবার প্রমান করে দিলেন, দেশ ও রাজ্য থেকে গণতন্ত্র ধ্বংসকারী সরকার বিদায় নেবে। দেশের নীতি রূপায়ণ করবে লাল ঝাণ্ডা।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − 2 =