জেলা 

সমস্ত রকম বিদ্বেষ থেকে মুসলিম সমাজকে দূরে থাকার আর্জি জমিয়তে আহলে হাদিসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ জমিয়তে আহলে হাদীসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মিটিং রবিবার অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের উমরপুরে। আনোয়ারুল হক ফাইজীর দার্স ও সাঈদুর রহমান মাদানীর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। সংগঠনের নানান বিষয়ে আলোচনা করেন রাজ্য সম্পাদক আলমগীর সরদার। আলোচনা সভা থেকে দাবী করা হয় ভোট কেন্দ্রিক যতজন মারা গেছেন তারা প্রায় সবাই মুসলিম। এক শ্রেণির অসাধু রাজনীতিবিদ মুসলিমদের শিক্ষা-দীক্ষার অভাব কে হাতিয়ার করে সহিংসতায় ব্যাবহার করে চলেছে। তাই সমস্ত ধরনের সহিংসতা দূরে থাকার জন্য সমস্ত মুসলিমদের প্রতি আহবান জানান হয়। তাছাড়া দেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষভাবে দেশে যে হারে হত্যা ও দিনের পর দিন ধর্ষন বেড়ে চলেছে তার নিন্দা করা হয়। প্রতিটি ধর্ষন অমানবিক তার মধ্যে দেশে যেভাবে শিশু ধর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তার নিন্দা জানানো হয়। উন্নাও থেকে কাঠুয়া যেখানেই মহিলারা ধর্ষিতা হয়েছে তারা যাতে সুবিচারের পায় তারজন্য প্রশাসনের প্রতি আহবান জানান হয়েছে। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শাইখ আব্দুল্লাহ সালাফী, শাইখ সামসুজ্জো সালাফী, মোকতার হোসেন রাহেমি, শাইখ তাজম্মুল হক সালাফী, নাজমে আলম সানাবিলি, হানিফ আলহাদী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন শাইখ কুতুবউদ্দিন, নাজিরুদ্দিন, আব্দুস শাকুর তাইমি, আব্দুর রাজ্জাক, ইমতিয়াজ উদ্দিন, ক্বারী সানাউল্লাহ, হাফেজ আব্দুর রহিম প্রমূখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + twelve =