কলকাতা 

আইপ্যাকের দফতরে ইডির তল্লাশি চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী পৌঁছালেন, সল্টলেকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

শেয়ার করুন

প্রতীক জৈনের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে যান সল্টলেকে আইপ্যাক-এর দফতরে। দুপুর সাড়ে ১২টার কিছু পরে সল্টলেক সেক্টর ফাইভের ওই দফতরে পৌঁছোন তিনি। সেখান থেকেও বেশ কিছু ফাইল নিয়ে মিনিট দশেকের মধ্যেই বেরিয়ে আসেন।

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পর সংস্থার সল্টলেকের দফতরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির মতোই আইপ্যাকের অফিস থেকেও ফাইলের গোছা নিয়ে বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে। সেই গাড়িকে ঘিরে রেখেছে বিরাট পুলিশ বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে প্রতীকের বাড়ি এবং দফতরে তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যেই দু’জায়গাতেই পৌঁছে গেলেন মমতা।

Advertisement

সল্টলেকে আইপ্যাক-এর দফতরে মমতা পৌঁছোনোর আগেই পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতা-মন্ত্রীরা। রয়েছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুও। মমতা পৌঁছোনোর পরেই লিফ্‌ট ধরে সোজা চলে যান সল্টলেক সেক্টর ফাইভের এই বহুতলের ১১ তলায়। সেখানে ওঠার জন্য ভিআইপি লিফ্‌টের পৃথক বন্দোবস্ত রয়েছে। কিন্তু মমতাকে দেখা যায় সাধারণ লিফ্‌টেই তিনি ১১ তলায় পৌঁছেছেন।

লাউডন স্ট্রিটের প্রতীকের বাড়িতে ইডির তল্লাশির মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সঙ্গে নিয়ে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। সল্টলেকে তিনি যখন আইপ্যাক-এর দফতরে পৌঁছোলেন তখন দেখা গেল, গোটা এলাকা ঘিরে রেখেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। ঘড়ির কাঁটায় যখন দুপুর ১২টা ৪৪ মিনিট, তখন আইপ্যাক-এর দফতরে পৌঁছোন মমতা। বেলা ১টা পর্যন্ত তিনি সেখানেই থাকেন। তারপর তিনি বেরিয়ে যান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ