জেলা 

খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর বাংলায় ভয়াবহ অবস্থা হবে আশঙ্কা মমতার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হবে বলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের সভা থেকে জানিয়ে দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন এমন আন্দোলন বাংলায় শুরু হবে যা ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং এই আন্দোলনে যোগ দেবে মমতা সরকার বলেও তিনি জানিয়েছেন।

মমতা মঙ্গলবার বলেন, ‘‘খসড়া তালিকা বেরোলে দেখবেন ভয়াবহ অবস্থা! এটা অনুমান করতে পারছি।’’ এই প্রসঙ্গেই কমিশন নিযুক্ত বুথ লেভেল এজেন্ট (বিএলও)-দের কী ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতে হচ্ছে, তার উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘ইন্টারনেট নেই। বিএলও-রা (এনুমারেশন ফর্ম) আপলোড করতে পারছেন না। রামের জায়গায় শ্যাম, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার হচ্ছে। ফলে আসলের বদলে নকল জায়গা পেয়ে যাবে।’’

Advertisement

বুথস্তরে সরকারকে পৌঁছে দিতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি করেছে নবান্ন। সেই সব শিবিরে সাধারণ মানুষ নিজেদের এলাকায় চাহিদার কথা বলেছেন। বুথপিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করে সেই সব কাজ করা শুরু করেছে প্রশাসন। খসড়া তালিকা প্রকাশের পরে মানুষের পাশে থাকতে একই পদ্ধতিতে শিবির হবে বলে মঙ্গলবার জানিয়ে দিলেন মমতা। মতুয়াদের উদ্দেশে মমতা বলেন, ‘‘কথার খেলাপ করি না। ভোটের রাজনীতি করি না। মানুষের রাজনীতি করি না। ভয় পাবেন না। তৃণমূল থাকতে কারও গায়ে হাত দিতে দেব না। পরিষ্কার বলছি।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ