আন্তর্জাতিক 

জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভালো আছেন বিবৃতি দিয়ে জানালো আদিয়ালা জেল কর্তৃপক্ষ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভালো আছেন বলে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছেন। তিনি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে এই জেলেই  ২০২৩ সাল থেকে আছেন।

বিবৃতিতে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত জল্পনাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরেই পাকিস্তান জুড়ে এই জল্পনাও ছড়ায় যে, গোপনে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইমরানকে। জেল কর্তৃপক্ষ সেই জল্পনাও খারিজ করে দিয়েছেন। তাঁরা বলেছেন, “আদিয়ালা জেল থেকে তাঁকে (ইমরান) সরিয়ে নিয়ে যাওয়ার খবর সত্য নয়।” একই সঙ্গে সেখানে লেখা হয়েছে, “তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় সমস্ত ধরনের চিকিৎসা পাচ্ছেন।”

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে পরিবার-পরিজনরা ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না। গত ১৯ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তাঁর তিন বোন— আলিমা, উজ়মা এবং নুরা খান। প্রতিবাদে ধর্নায় বসলে তাঁদের শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। তার পরে পিটিআই নেতারাও ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন। তার পরেই ইমরানকে নিয়ে জল্পনা ছড়াতে শুরু করে।

একাধিক মামলায় অভিযুক্ত ইমরান ২০২৩ সাল থেকে জেলবন্দি। চলতি বছরের গোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাঁকে ১৪ বছর জেলের সাজা দিয়েছে আদালত। সাজা হয়েছে তাঁর স্ত্রী বুশরা বিবিরও। পাকিস্তানের জেল আইন অনুযায়ী সপ্তাহে এক বার পরিবারের সদস্যেরা ইমরানের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু অভিযোগ, সেই আইনের তোয়াক্কা করছে না শাহবাজ় সরকার। গত সেপ্টেম্বরে সমাজমাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন, তাঁর এবং বুশরার উপর জেলের অন্দরে সেনাপ্রধান মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে! তার পরেই সাক্ষাৎ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছিল আদিয়ালা জেলে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ