কলকাতা 

বরাদ্দকৃত অর্থ খরচ না হলে ৩১ জানুয়ারির মধ্যে অর্থ দফতরের ফেরত দেওয়ার নির্দেশ নবান্নের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : চলতি অর্থ বছরে এখনও পর্যন্ত বরাদ্দকৃত অর্থের মধ্যে যে পরিমান অর্থের কাজ করা যায়নি আগামী ৩১ জানুয়ারীর মধ্যে তা ফেরত দেওয়ার জন্যে রাজ্য সরকার সব দপ্তরকে নির্দেশ দিয়েছে। নবান্নে অর্থ দপ্তর থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। খরচ না হওয়া অর্থ কোনভাবেই ব্যাঙ্ক, স্থানীয় প্রশাসনিক তহবিল বা ভবিষ্যনিধি অ্যাকাউন্টে রাখা যাবে না বলে নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

তবে দপ্তরগুলি আগামী চার মাসের জন্যে কিছু টাকা তাদের হাতে রাখতে পারে বলে সরকারি ভাবে জানান হয়েছে। উল্লেখ্য গত অর্থ বছরে এই একই নির্দেশিকা জারি হওয়ায় বিভিন্ন দপ্তরের অব্যবহৃত প্রায় দু’হাজার কোটি টাকা অর্থ দপ্তরে জমা পড়েছিল।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × four =