কলকাতা 

যথাযথযোগ্য মর্যাদার সঙ্গে নেতাজির জন্মদিন পালন রাজ্যে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যান্য অংশের সঙ্গে এরাজ্যেও সর্বত্র আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজ্যের মূল অনুষ্ঠান হয় দার্জিলিং-এর ম্যালে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
কলকাতার রেড রোডে কেন্দ্রীয় নেতাজী জন্মোত্সব কমিটির উদ্যোগে এবছরে যথোচিত মর্যাদায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উদযাপন করা হয়। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে নেতাজীর স্মৃতিতে মাল্যদান করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফরওয়ার্ড ব্লক সহ বামফ্রন্টের বিভিন্ন শরিক দলের নেতারা নেতাজীর মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
কলকাতা পৌর সংস্থার উদ্যোগে নেতাজীর জন্মদিবস পালন করা হয় পৌরভবনে। মেয়র ফিরহাদ হাকিম নেতাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাষণ দেন।
কলকাতার নেতাজী ভবনে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। সেখানে রাজ্যের প্রাক্তণ রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ২০১৯ সালের নেতাজী বক্তৃতা দেন।
নদীয়ার কল্যাণীতে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসটি উদযাপন করা হচ্ছে। সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পথপরিক্রমা করা হয়। মূল অনুষ্ঠানটি হয় সেন্ট্রাল পার্কে নেতাজির মূর্তির পাদদেশে। পৌরসভা সহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দুই বর্ধমানে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে জেলাশাসকের দপ্তরের সামনে নেতাজী মুর্তিতে মাল্যদান করা হয়। একইসঙ্গে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি জেলাপরিষদেরও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও জেলা সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডুসহ অন্যান্যরা।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − eight =