মেধা বিকাশের সেরা প্রতিষ্ঠান ড. কালাম এডুকেয়ার মিশনে সারাদিনের শিক্ষা-কর্মসূচি
বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকের লবণচোঁয়া একটি প্রত্যন্ত গ্রাম। শিক্ষার আলো জ্বালতে বিভিন্নভাবে এগিয়ে এসেছেন এলাকার গুণী মানুষেরা। তাঁদেরই একজন সাদিকুল ইসলাম। পেশায় ইঞ্জিনিয়ার। এক সময় এলাকার একমাত্র শিক্ষিত ছিলেন। অনেক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে ইঞ্জিনিয়ারিং নিয়ে তাঁর পড়াশোনা। ছাত্র জীবন থেকেই তাঁর স্বপ্ন ছিল এলাকায় একটি আদর্শ স্কুল গড়ে তুলবেন, একেবারে শিশু শ্রেণি থেকে। চাকুরিস্থল, জীবন যাপন সবকিছু কলকাতা নগরকেন্দ্রিক হলেও জন্মস্থানকে ভোলেননি তিনি। লবণচোঁয়া গ্রামে গড়ে তুলেছেন ডক্টর কালাম এডুকেয়ার মিশন। সেখানকার ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে নানারকম ভাবে পরিকল্পনা করে চলেছেন তিনি। শনিবার ১১ অক্টোবর ছিল সেরকমই এক বিশেষ কর্মসূচি।
কলকাতা থেকে অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় এই কর্মসূচিতে অংশ নিয়েছেন পাঁচজন শিক্ষক। প্রাথমিক শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য মজার পাঠ হবে কীভাবে, এই নিয়ে ছিল নিবিড় অনুশীলন। অংশ নিয়েছিল প্রায় তিনশ খুদে ছাত্র-ছাত্রী। এদিন এরই সঙ্গে ছিল মাধ্যমিকের প্রস্তুতি নিয়ে ইতিহাস, ইংরেজি এবং গণিতের টপার্স প্রোগ্রাম। এই তিনটি বিষয়ে কোথায় কোথায় ছাত্র-ছাত্রীরা সাধারণ ভুল করে ফেলে, নম্বর কাটার সুযোগ থাকে কী করলে, আদর্শ উত্তর লিখতে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অভিজ্ঞ শিক্ষক রাহুল সেনগুপ্ত, সুখেন্দু জানা, শাহিদ আলী, গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক প্রমুখ।


