কলকাতা 

বিজেপি সাংসদ শত্রূঘ্ন সিনহার মুখ রাহুলের ভূয়শী প্রশংসা ; সফল কংগ্রেস সভাপতি বলে মন্তব্য বিহারীবাবুর

শেয়ার করুন
  • 410
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতায় বিজেপি বিরোধী মহাজোটের সভার প্রধান আকর্ষণ ছিলেন তিনজন বিজেপি নেতা । যশবন্ত সিনহা , অরুণ শৌরি ও বিজেপি সাংসদ শত্রূঘ্ন সিনহা । তবে সবার আগ্রহ ছিল বিহারের এই সাংসদের ভাষণের দিকে । তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড । তিনি বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেন ।

বিজেপি সাংসদ এবং নরেন্দ্র মোদী প্রধান সমালোচক শত্রূঘ্ন সিনহা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদী সরকারের সমালোচনা করেন । তিনি এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রশংসা করে বলেন , উনি একজন সফল রাজনীতিবিদ যিনি এক বছর দায়িত্ব পাওয়ার পর তিনটি রাজ্যে ক্ষমতায় ফেরাতে পেরেছেন কংগ্রেসকে ।

Advertisement

রাহুল গান্ধীর বহু চর্চিত শ্লোগান পক্ষেও তিনি সওয়াল করেন । তিনি বলেন, চৌকিদার চোর হ্যায়  রাহুল গান্ধী যে বলেছেন তার সঙ্গে তিনিও সহমত পোষণ করছেন ।

তিনি আরও বলেন , আজকে এক পত্রিকায় লেখা হয়েছে রাফালে ৪০% শতাংশ কমিশন দেওয়া হয়েছে ।  রাফাল ডিল কার স্বার্থে করা হয়েছে ? কেন এত গোপন করা হচ্ছে ? রাহুল গান্ধীর তিনটে প্রশ্নে উত্তর আপনি দিতে পারেননি । কেন ১২৬ টি বিমানের বদলে ৩৬টি বিমান কিনছেন ? কেন তিনগুন টাকায় কিনছেন ? কেন সরকারি সংস্থা হ্যালকে দায়িত্ব না দিয়ে হঠাৎ গজিয়ে ওঠা আপনার বন্ধুর সংস্থাকে বরাত দিলেন ? তিনটি প্রশ্নের উত্তর যতদিন না দেবেন ততদিন আমরা বলতে থাকব চৌকিদার চোর হ্যায় ।


শেয়ার করুন
  • 410
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + seven =