কলকাতা 

রাফাল নিয়ে তিনটি প্রশ্নের উত্তর মোদীজি না দিলে আমরা বলতেই থাকবো “ চৌকিদার চোর হ্যায় “ ব্রিগেড মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ শত্রূঘ্ন সিনহার

শেয়ার করুন
  • 500
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :কলকাতায় বিজেপি বিরোধী মহাজোটের সভার প্রধান আকর্ষণ ছিলেন তিনজন বিজেপি নেতা । যশবন্ত সিনহা , অরুণ শৌরি ও বিজেপি সাংসদ শত্রূঘ্ন সিনহা । তবে সবার আগ্রহ ছিল বিহারের এই সাংসদের ভাষণের দিকে । তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড । তিনি বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেন ।বিজেপি সাংসদ এবং নরেন্দ্র মোদী প্রধান সমালোচক শত্রূঘ্ন সিনহা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদী সরকারের সমালোচনা করেন । তিনি এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রশংসা করে বলেন , উনি একজন সফল রাজনীতিবিদ যিনি এক বছর দায়িত্ব পাওয়ার পর তিনটি রাজ্যে ক্ষমতায় ফেরাতে পেরেছেন কংগ্রেসকে ।

রাহুল গান্ধীর বহু চর্চিত শ্লোগান চৌকিদার চোর হ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি সাংসদ বলেন , মোদীজি আপনি সমগ্র দেশজুড়ে তানাশাহি চালাচ্ছেন । আপনার তানাশাহি আর চলবে না । রাতের অন্ধকারে তুঘলকী সিদ্ধান্ত নিয়ে নোট বন্দী করে দেশের মানুষকে আপনি নিঃস্ব করে দিয়েছেন কার স্বার্থে ? কার পরামর্শে একাজ করেছেন ? পার্টির তো নয় । বিজেপি দলের পরামর্শ হলে লালকৃষ্ণ আদবানী থেকে শুরু করে আমরা সবাই জানতাম । তাহলে সিদ্ধান্তটা কে নিয়েছিলেন ? তিনি বলেন , জিএসটি যখন কংগ্রেস সরকার চালু করতে গিয়েছিল তখন আপনি তার বিরোধিতা করেছিলেন এখন আবার রাতে সংসদে জিএসটি পাশ করতে গিয়ে আপনি বলছেন দ্বিতীয়বার দেশ নাকি স্বাধীন হল।

Advertisement

অথচ জিএসটি চালু করে দেশের মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছেন আপনি । অপরিকল্পিত জিএসটি চালু করেছেন বলেই আজ বারবার তার পরিবর্তন করতে হয় । আজকে এক পত্রিকায় লেখা হয়েছে রাফালে ৪০% শতাংশ কমিশন দেওয়া হয়েছে ।  রাফাল ডিল কার স্বার্থে করা হয়েছে ? কেন এত গোপন করা হচ্ছে ? রাহুল গান্ধীর তিনটে প্রশ্নে উত্তর আপনি দিতে পারেননি । কেন ১২৬ টি বিমানের বদলে ৩৬টি বিমান কিনছেন ? কেন তিনগুন টাকায় কিনছেন ? কেন সরকারি সংস্থা হ্যালকে দায়িত্ব না দিয়ে হঠাৎ গজিয়ে ওঠা আপনার বন্ধুর সংস্থাকে বরাত দিলেন ? তিনটি প্রশ্নের উত্তর যতদিন না দেবেন ততদিন আমরা বলতে থাকব চৌকিদার চোর হ্যায় ।


শেয়ার করুন
  • 500
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − nineteen =