দেশ 

সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক নয় এই ধারনা ভাঙার চেষ্টা করছি’, বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে আর কী বললেন প্রধান বিচারপতি!

শেয়ার করুন

বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ভূমিকা, শীর্ষ আদালতে নিয়োগে স্বচ্ছতার গুরুত্ব, সুপ্রিম কোর্টের যাবতীয় ভূমিকা কি প্রধান বিচারপতিকেন্দ্রিক? শনিবার বম্বে বার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা সভায় এমন একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। কী বলেছেন তিনি?

গাভাই জানান, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, এমন ধারণা ভাঙার চেষ্টা হচ্ছে। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা হচ্ছে। বিচারপতি গাভাই বলেন, “সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, আমরা এই ধারণা ভাঙার চেষ্টা করছি। প্রতিষ্ঠানের স্বার্থে, বিচারপতি সঞ্জীব খন্নার সময় থেকেই আমরা নিয়োগের ব্যাপারে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি।”

Advertisement

প্রধান বিচারপতি জানান, সম্প্রতি সুপ্রিম কোর্ট ৫৪ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নিয়েছে, এর মধ্যে ৩৬ জনকে নিয়োগ করা হচ্ছে। উল্লেখ করেন, সমাজের সব স্তরের প্রতিনিধিত্ব বজায় রেখে এবং স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া চলবে। এদিন ফের দেশের আদালতগুলিতে মামলা ঝুলে থাকার বিষয়টি নিয়ে সরব হন গাভাই। এটিকে গুরুতর চ্যালেঞ্জ বলেও স্বীকার করেন তিনি। অন্যতম সমস্যা যে বিচারবিভাগে অসংখ্য শূন্যপদ, কার্যত মেনে নিয়েছেন দেশের প্রধান বিচারপতি। এই সমস্যা সমাধানে পদক্ষেপ করা হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ