কলকাতা 

আগামী ১৫ই জুলাই পর্যন্ত স্নাতক স্তরে ভর্তির আবেদন করা যাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নতুন ভর্তির সময়সীমা বৃদ্ধি করলো রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আরও ১৫ দিন স্নাতকে ভরতির জন্য আবেদন করা যাবে। মুখ‌্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পূর্ব ঘোষণা মতো মঙ্গলবারই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এদিন শিক্ষামন্ত্রী জানালেন আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। ফলে পড়ুয়ারাও আরও সময় পাবেন। ব্রাত‌্য বসুও এক্স হ‌্যান্ডলে জানান, উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালের দু’সপ্তাহ পূর্ণ হল। মুখ‌্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই আবেদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছি। এখনও পর্যন্ত তিন লক্ষ ২৫ হাজার ৩৪২ জন নাম নথিভুক্ত করে মোট ১৮ লক্ষ ২৪ হাজার ৯১৪টি আবেদন করেছেন। নথিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে ২৯০১ জন ভিনরাজ্যের বাসিন্দা। ‘চ‌্যাটবট বীণা’ উত্তর দিয়েছে ৩৩ হাজার ২৬৭টি প্রশ্নের।

Advertisement

এদিকে, মঙ্গলবার সকাল দশটা থেকে বন্ধ রাখা হল বাংলার শিক্ষা পোর্টাল, এসএসসি-র উৎসশ্রী পোর্টাল। ৭ জুলাই, সোমবার বেলা ১১টা পর্যন্ত বন্ধ থাকবে এই দুই পোর্টাল। ওবিসি-সংক্রান্ত আইনি জটিলতায় ক‌্যাটেগরির হেরফের করতেই মূলত দু’টি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগামী ৭ জুলাই সকাল ১১টা পর্যন্ত পোর্টালগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। এদিন সকাল ১০টা থেকে বন্ধ হয় দুটি পোর্টাল।

বাংলার শিক্ষা পোর্টাল, উৎসশ্রী, আইওএসএমএস ও স্কলারশিপ এই চারটি পোর্টাল নিয়ন্ত্রণ করা হত কেন্দ্রীয় ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার মারফত। বাংলার শিক্ষা পোর্টাল ও উৎসশ্রী বাংলার শিক্ষা ওয়েবসাইটের অধীনে থাকলেও বাকি দু’টি ছিল না। রাজ্য সরকারের অধীনে নিয়ে আসা হবে এই চারটি পোর্টাল। যা পরিচালন করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ