আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণার পরে ইলন ট্রাম্পের ফের বাকযুদ্ধ শুরু!
বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার বন্ধু টেসলা কর্তা ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট কে উন্মাদ বলেছিলেন। এবার ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলার পরেই তাকে হুমকি দিলেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট।
ট্রাম্পের ‘বড় সুন্দর বিল’ পাশ হলে পরের দিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে বলে সমাজমাধ্যমে লেখেন তিনি। মাস্ককে পাল্টা নিশানা করেন ট্রাম্পও। তাঁর দাবি, ভর্তুকির উপরেই টিকে রয়েছে মাস্কের সংস্থা। ভর্তুকি না পেলে ব্যবসা বন্ধ করে তল্পিতল্পা গুটিয়ে মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হত।

ট্রাম্প যেটিকে ‘বড় সুন্দর বিল’ বলে ব্যাখ্যা করছেন, সেটি আসলে আমেরিকায় কর এবং ব্যয় সংকোচনের জন্য তৈরি একটি অর্থবিল। তবে শুরু থেকেই এই বিলের ঘোর বিরোধী মাস্ক। ওই বিল নিয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে সোমবার (স্থানীয় সময় অনুসারে) মার্কিন সেনেটে আলোচনা হয়। তার পরেই বিলের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে সমাজমাধ্যমে টেসলাকর্তার দাবি, দ্বিদলীয় রাজনৈতিক শক্তির বাইরে তৃতীয় বিকল্প তৈরি করতে হবে আমেরিকাকে।
সমাজমাধ্যমে মাস্ক লেখেন, “যদি ব্যয় সংক্রান্ত এই খ্যাপাটে বিলটি পাশ হয়, তবে পরের দিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে। আমাদের দেশে ডেমোক্র্যাট-রিপাবলিকান দলের বাইরে একটি বিকল্পের প্রয়োজন, যাতে সাধারণ মানুষ নিজেদের কণ্ঠস্বর খুঁজে পায়।”
ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট পদের জন্য তাঁকে সমর্থন করার অনেক আগে থেকেই মাস্ক জানতেন যে তিনি বৈদ্যুতিন গাড়ির বিরোধী। আমেরিকার প্রেসিডেন্ট সমাজমাধ্যমে লেখেন, “বৈদ্যুতিন গাড়ি ঠিক আছে। কিন্তু সকলকে এই গাড়ি কিনতে বাধ্য করা উচিত নয়।” ভর্তুকি বন্ধ হয়ে গেলে ট্রাম্পের সংস্থার কী পরিণতি হতে পারে সে কথা উল্লেখ করে ট্রাম্পের বক্তব্য, “আর কোনও রকেট উৎক্ষেপণ, উপগ্রহ বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন থাকবে না এবং আমাদের দেশের ভাগ্য ফিরবে। হয়তো আমাদের সরকারি দক্ষতা বিষয়ক দফতর (ডিওজিই)-কে এটি ভাল ভাবে, কঠোর ভাবে দেখার জন্য বলা উচিত। আমাদের অনেক অর্থ বাঁচাতে হবে।”